২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এবার সেঞ্চুরি নিয়েই ফিরলেন শাকিল

সেঞ্চুরি উদ্‌যাপন করছেন সৌদ শাকিলছবি: এএফপি

ক্যারিয়ারের প্রথম চার টেস্টের প্রতিটিতেই অন্তত একবার ৫০ পেরিয়েছিলেন সৌদ শাকিল। চার টেস্টে সব মিলিয়ে তাঁর ফিফটি ছিল ৫টি। একবার কাছাকাছি গিয়েও ফিরতে হয় হতাশা নিয়ে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে করেছিলেন সর্বোচ্চ ৯৪ রান। অধরা সেই সেঞ্চুরি অবশেষে ধরা দিল আজ শাকিলকে।

করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাঁর অপরাজিত ১২৪ রানে ভালো অবস্থানে পৌঁছেছে পাকিস্তান। কিউইদের করা ৪৪৯ রানের জবাবে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ৪০৭ রান। ১ উইকেটে হাতে থাকা পাকিস্তান পিছিয়ে ৪২ রানে।

আরও পড়ুন

এর আগে ৩ উইকেটে ১৫৪ রানে শাকিলকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ইমাম-উল-হক। ইনিংসে খুব বেশি বড় করতে পারেননি ইমাম। আগের দিনের ৭৪ রানের সঙ্গে ৯ রান যোগ করে ফেরেন ড্রেসিংরুমে।

ইমামের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসের হাল ধরে শাকিল ও সরফরাজ আহমেদ। এই জুটিতেই চাপ কাটিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। ২৩৮ বলে দুজন যোগ করেন ১৫০ রান।

ফিফটির পর সরফরাজ
ছবি: এএফপি

আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে সরফরাজের বিদায়ে ভাঙে জুটি। ড্যারিল মিচেলের লেগ সাইডে করা বল উইকেটরক্ষক টম ব্লান্ডেল ধরে ভেঙে দেন স্টাম্প। অনেকবার রিভিউ দেখে আম্পায়ার সরফরাজকে আউটের সিদ্ধান্ত দেন।

আরও পড়ুন

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম ও সমর্থকদের দাবি সরফরাজের পা ক্রিজের ভেতরে মাটি ছুঁয়ে ছিল। দলে ফিরে নিজেকে প্রমাণ করা সরফরাজ অবশ্য আউট হওয়ার আগে খেলেছেন ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রত্যাবর্তনের পর উইকেটকিপার ব্যাটসম্যানের এটি টানা তৃতীয় ফিফটি। সরফরাজ আউট হওয়ার আগেই অবশ্য নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শাকিল।

সরফরাজকে ফিরিয়ে কিউইদের উদ্‌যাপন
ছবি: এএফপি

শতরানের মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছে ২৪১ বল। সেঞ্চুরি করেও অবশ্য হাল ছাড়েননি এই ব্যাটসম্যান। তাঁকে সঙ্গ দিয়ে ৪১ রান করে আউট হন আগা সালমান। শাকিল এক প্রান্ত আগলে রাখলেও আজাজ প্যাটেল ও ইশ সোধির ঘূর্ণিতে নাকাল হয়ে ফিরেছেন অন্যরা।

শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে ৪২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে পাকিস্তান। ১২৪ রানে অপরাজিত আছেন শাকিল, তাঁর সঙ্গে আছেন আবরার আহমেদ (০*)।