বাংলাদেশের লেগেছিল ৭৬ ম্যাচ, আফগানিস্তান করে ফেলল ১০ ম্যাচেই

বাংলাদেশ ও আফগানিস্তান টেস্টে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছেপ্রথম আলো ফাইল ছবি

আধুনিক ক্রিকেটে সবচেয়ে কম সময়ে দ্রুত উন্নতি করা দলের প্রসঙ্গ এলে বেশির ভাগ মানুষ আফগানিস্তানের নামই বলবেন। আফগানরা বেশ কয়েকটি দলীয় রেকর্ড এরই মধ্যে নিজেদের করে নিয়েছে। এবার নিল আরেকটি।

টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথমবারের মতো এক ইনিংসে ৬০০ রান দলের তালিকায় এখন সবার ওপরে আফগানিস্তান। আফগানরা তাদের দশম টেস্টেই ৬০০ রান করেছে, যেখানে বাংলাদেশের প্রথম ৬০০ রান করে ৭৬তম ম্যাচ। সবচেয়ে বেশি ২০৬ ম্যাচ লেগেছে নিউজিল্যান্ডের।  

বুলাওয়েতে রানবন্যার বক্সিং ডে টেস্ট গতকাল ড্র হয়েছে, সেই খবর সবার জানা। তবে এই নিষ্ফলা ম্যাচেই হয়েছে একগাদা রেকর্ড। স্বাগতিক জিম্বাবুয়ে, সফরকারী আফগানিস্তান একই ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করেছে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ৫৮৬ রান। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও তিনে নামা রহমত শাহর ডাবল সেঞ্চুরি এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আফসার জাজাইয়ের সেঞ্চুরিতে আফগানিস্তান প্রথম ইনিংসে থামে ৬৯৯ রানে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ৪ উইকেটে ১৪২ রান করার পর দুই দলই ড্র মেনে নেয়। এটি ছিল আফগানিস্তানের দশম টেস্ট আর জিম্বাবুয়ের মাটিতে প্রথম।  

আরও পড়ুন

নিজেদের দশম টেস্টেই ৬০০ রান করে আফগানিস্তান পাকিস্তানের ৬৬ বছর পুরোনো রেকর্ডটা নিজেদের করে নিয়েছে। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৬০০ করতে পাকিস্তানের লেগেছিল ১৯ ম্যাচ। ১৯৫২ সালে টেস্ট অভিষেকের পর দলটি প্রথমবারের মতো ৬০০ রানের গণ্ডি পেরোয় ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজ টেস্টে। হানিফ মোহাম্মদের মহাকাব্যিক ৩৩৭ রানের ইনিংসটির কারণে সেই টেস্ট চিরস্মরণীয় হয়ে আছে।

বাংলাদেশের দলীয় সংগ্রহ একবারই ৬০০ ছাড়িয়েছিল; ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। সেই ম্যাচটিও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কখনো ভোলার কথা নয়। কারণ, ওই ম্যাচেই দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। মুশফিকের ২০০-এর সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির হোসেনের ১০০ রানের সুবাদে বাংলাদেশ ৬৩৮ রান করেছিল। সেটি ছিল বাংলাদেশের ৭৬তম টেস্ট ম্যাচ।  

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড টেস্টের এক ইনিংসে কখনো ৬০০ রান করতে পারেনি
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপা জেতা নিউজিল্যান্ড ম্যাচের হিসেবে সবচেয়ে দেরিতে ৬০০ রান করলেও সময়ের হিসেবে দেরি হয়েছে দক্ষিণ আফ্রিকার। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার আগে ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার প্রথমবারের মতো ৬০০ রান করতে লেগেছিল ৭৭ বছর।

জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে আরেকটি দল এখনো ৬০০ রান করতে পারেনি—আয়ারল্যান্ড। আইরিশদের দলীয় সর্বোচ্চ ৪৯২ রান।