পাকিস্তানের বিপক্ষে বিশেষ কিছু করবেন সাকিব, আশা নাজমুলের

পাকিস্তান সিরিজের আগে অনুশীলনে সাকিব আল হাসানএএফপি

পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান বিশেষ কিছু করবেন, এমন আশা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের। তাঁকে দলের মধ্যে পেশাদার ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হচ্ছে, তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কোনো ভাবনা নেই—এমনও বলেছেন নাজমুল। বাংলাদেশে গত কয়েক দিন ‘খুবই কঠিন সময়’ গেছে উল্লেখ করে নাজমুল বলেন, সামনের দিনগুলো দেশে ভালোভাবে কাটাতে পারবেন সবাই।

শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই আলোচনায় আছেন সরকারদলীয় সাবেক সংসদ সদস্য সাকিব। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি। পাকিস্তান সিরিজে তিনি খেলবেন কি না, এমন আলোচনাও ওঠে। শেষ পর্যন্ত কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যান সাকিব।

গত কয়েক দিনের রাজনৈতিক পট পরিবর্তন সাকিবের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘না, আমার তেমন মনে হয় না। কারণ, তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাঁকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি।’

রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন নাজমুল হোসেন
এএফপি

সাকিবের কাছে বরং এবার বিশেষ কিছুই আশা করছেন নাজমুল, ‘দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন। নিজের দায়িত্বটা জানেন, কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় (সেটিও জানেন)। তো আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন।’

আরও পড়ুন

দেশে গত কয়েক দিনের পরিস্থিতি তাঁকে কীভাবে ছুঁয়ে গেছে, এমন আরেকটি প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই খুবই ভুগেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুন

নাজমুল আরও বলেন, ‘তবে সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল, প্রতিটি পরিবারের জন্য, প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। আর ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলতে পারি। এটাই আশা করছি।’

আগামীকাল প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১-৩০ মিনিটে।