রোহিত শর্মাকে অবশ্যই অবসর নিতে হবে, যদি...

ব্যাট হাতে বড্ড বাজে সময় কাটছে রোহিত শর্মারএএফপি

বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগেই হয়তো টেস্ট ক্যারিয়ারে শেষের শুরু দেখছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের আগে টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে রোহিত রান ছিল ১৩৩; ব্যাটিং গড় ১৩.৩০। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে তাঁর অবস্থা আরও খারাপ—৪ ইনিংসে ৫.৫০ গড়ে রান মাত্র ২২।

দল ভালো করলে না হয় রোহিতের ব্যাটিং-অমানিশা কিছুটা হলেও আড়ালে পড়ে যেত। কিন্তু তাঁর অধিনায়কত্বে একদমই ভালো ফল আনতে পারছে না ভারত। রোহিতের নেতৃত্বে সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই হেরেছে ভারত। ব্রিসবেন সর্বশেষ যে ম্যাচটি ড্র করেছে, তাতেও ছিল বৃষ্টির আশীর্বাদ।

মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টেও আপাতত চালকের আসনে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল দুই ইনিংস মিলিয়ে ৩৩৩ রানের লিড নিয়েছে। এতেই নিশ্চিত হয়েছে এই ম্যাচ জিততে হলে ভারতকে মেলবোর্নে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে। রোহিত যেহেতু ওপেনিংয়ে ফিরেছেন, তাই অধিনায়কের কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা করবে দল।

রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে
এএফপি

কিন্তু রোহিত যেভাবে রানখরায় ভুগছেন, তাতে তাঁর ফর্মে ফেরাটা আপাতত কঠিনই। তবে মেলবোর্ন টেস্টে রোহিতের দ্বিতীয় ইনিংসকেই ক্যারিয়ার এগিয়ে নেওয়ার শেষ সুযোগ হিসেবে দেখছেন মার্ক ওয়াহ ও মাইক হাসি। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তির মতে, রোহিত যদি আগামীকাল বড় ইনিংস উপহার দিতে না পারেন, তাহলে অবশ্যই তাঁর অবসরে যাওয়া উচিত।

আরও পড়ুন

১২৮ টেস্ট খেলা মার্ক ওয়াহ ও ৭৯ টেস্ট খেলা মাইক হাসি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন। আজ চতুর্থ দিনে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়াহ রোহিতকে নিয়ে বলেছেন, ‘আমি যদি নির্বাচক হতাম, তাহলে দেখতাম সে (মেলবোর্ন টেস্টের) দ্বিতীয় ইনিংসে কী করে। যদি সে রান করতে না পারে, এরপর আমরা সিডনিতে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে গিয়ে তাকে বলতাম, রোহিত, তোমাকে ধন্যবাদ। এবার তুমি যেতে পার। তুমি অনেক বড় মাপের খেলোয়াড়। কিন্তু এসসিজিতে আমরা যশপ্রীত বুমরাকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। তোমার ক্যারিয়ার এখানেই শেষ।’

ওয়াহ আরও বলেছেন, ‘রোহিত শর্মার জন্য এগিয়ে চলা কঠিন হবে। সর্বশেষ ১৪ ইনিংসে ওর ব্যাটিং গড় ১১। এটা সেরা সময় পেছনে ফেলে আসার লক্ষণ। এটা সব খেলোয়াড়ের ক্ষেত্রেই ঘটে। বড় মাপের খেলোয়াড় হলেও সবারই ক্যারিয়ার কোনো না কোনো পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়।’

রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার কি তাহলে শেষের পথে
এএফপি

ওয়াহর সুরে সুর মিলিয়েছেন মাইক হাসি, ‘আমার মনে হয় না তোমাকে বলতে হবে, তুমি এখন কোন পরিস্থিতিতে আছ। তুমিই দেখতেই পারছ, এখন কোথায় আছ। সংখ্যা তো আর মিথ্যা বলে না। ভারতের এই সফরের আগে সে (ব্যাটিংয়ের জন্য) আরও কঠিন উইকেটে খেলেছে। কিন্তু খেয়াল করলে দেখবেন, মাঠে তার শারীরিক ভাষাও ভালো ছিল না। এমনকি কৌশলগত দিকও ঠিকঠাক নেই। মনে হচ্ছে সে মেয়াদোত্তীর্ণ পণ্যের মতো হয়ে গেছে।’

আরও পড়ুন

ভারতীয় নির্বাচকেরা রোহিতকে যথেষ্ট সুযোগ দিয়েছে বলে মনে করেন হাসি, ‘তাঁরা রোহিতের প্রতি অনেক নমনীয়তা দেখিয়েছেন। কারণ, সে ভারতের একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু একপর্যায়ে এই নম্রতা দেখানো বন্ধ করতে হবে। যদি সে দ্বিতীয় ইনিংসে রান না পায়, তাহলে এই টেস্ট ম্যাচ শেষেই বন্ধ করতে হবে।’

রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার
এএফপি

ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এই মুহূর্তে মেলবোর্নেই আছেন। টেস্ট ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ ঠিক করতে আগারকার শিগগিরই তাঁর সঙ্গে আলোচনায় বসবেন। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়, তাহলে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টই লাল বলের ক্রিকেটে রোহিতের শেষ ম্যাচ হয়ে যেতে পারে।