সম্প্রচার শেষ ০৯ জুন ২০২৪

টি–টোয়েন্টি বিশ্বকাপ

৬ রানে জিতল ভারত

  • বৃষ্টি থেমেছে, ম্যাচ শুরু হবে রাত ৯টা ২০ মিনিটে
  • ১ ওভার পরেই আবারও বৃষ্টির হানা। ভারত ৮/০।
  • কোহলিকে ফেরালেন নাসিম
  • পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫০ রান ভারতের
  • অক্ষরকে ফেরালেন নাসিম
  • ১ রান তুলতে ৩ উইকেট নেই ভারতের
১৪: ৪০ , জুন ০৯
মাঠে ঢোকার লম্বা লাইন
এএফপি

পাকিস্তান একাদশে একটি পরিবর্তন। ফর্ম হারানো আজম খানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ১১ জনই আছেন এই ম্যাচে।

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছে পাকিস্তান। অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত।

১৪: ৩৭ , জুন ০৯

নিউইয়র্কে সাত সকালেই বৃষ্টির হানা। আর তাতে পিছিয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মহারণ। আধ ঘণ্টা দেরিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। টসও হয়েছে আধঘণ্টা দেরিতে। সেই টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ফিল্ডিং বেছে নিয়েছেন। এরপরই আবার বৃষ্টি নেমেছে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

১৫: ০৩ , জুন ০৯

বৃষ্টি থেমেছে, ম্যাচ শুরু হবে রাত ৯টা ২০ মিনিটে

বৃষ্টি থেমেছে নিউইয়র্কে। আম্পায়াররা মাঠ পরিদর্শনও করেছেন। আবারও বৃষ্টি হানা না দিলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯–২০ মিনিটে।

১৫: ২১ , জুন ০৯

শুরু হয়েছে ম্যাচ

বৃষ্টি–বাঁধায় ৫০ মিনিট দেরিতে শুরু হয়েছে ভারত–পাকিস্তান ম্যাচ। টসে জিতে ফিন্ডিং নিয়েছে পাকিস্তান। প্রথম ওভারটা করছেন শাহিন আফ্রিদি। স্ট্রাইকে ছিলেন রোহিত শর্মা।

১৫: ২৯ , জুন ০৯

১ ওভার পরেই আবারও বৃষ্টির হানা। ভারত ৮/০।

৫০ মিনিট পর দেরিতে শুরু ম্যাচের বয়স ১ ওভার হতেই ফিরে এসেছে বৃষ্টি। বিনা উইকেটে ৮ রান নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত শর্মার। ৮ রানই করেছেন ১টি ছক্কা মারা ভারত অধিনায়ক। ওভারের শেষ বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেছিলেন বোলার শাহিন। তবে বল ব্যাটে লেগেছে জানিয়ে রিভিউ নেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম প্রথম ওভারে ছক্কা খেলেন শাহিন আফ্রিদি।
১৫: ৫০ , জুন ০৯

রাত ১০টায় শুরু হবে খেলা

বৃষ্টি থেমেছে। বাংলাদেশ সময় রাত ১০টায় আবারও মাঠে গড়ানোর কথা ম্যাচ। কোনো ওভার কাটা যায়নি এখনো।

১৬: ০৪ , জুন ০৯

কোহলিকে ফেরালেন নাসিম

আউট হয়ে ফিরছেন কোহলি
রয়টার্স

বৃষ্টি থামার আবার শুরু হয়েছে ম্যাচ। প্রথম বলেই কাভার ড্রাইভে দারুণ এক চার মারা কোহলি আউট হয়েছেন তৃতীয় বলেই। নাসিম শাহর বলে কাভার পয়েন্টে উসমান খানের হাতে ক্যাচ দিয়েছেন কোহলি। কোহলি ফিরলেন দলকে ১২ রানে রেখে ব্যক্তিগত ৪ রানে। স্কোর: ভারত ১২/১।

১৬: ১১ , জুন ০৯

রোহিতেরও বিদায়, ভারত ১৯/২

১৩ রান করে বিদায় নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শাহিন আফ্রিদির বলে ডিপ স্কয়ার লেগে হারিস রউফের হাতে ক্যাচ দিয়েছেন রোহিত।

১৬: ৩১ , জুন ০৯

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫০ রান ভারতের

১৯ রানের মধ্যেই দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারালেও পাওয়ার প্লেতে খারাপ করেনি ভারত। আর কোনো উইকেট না হারিয়ে দলটি প্রথম ৬ ওভারে তুলেছে ৫০ রান। অক্ষর প্যাটেল ও ঋষভ পন্ত, দুজনই অপরাজিত ছিলেন ১৫ রান করে। পাকিস্তানি ফিল্ডাররা অবশ্য দুটি কঠিন ক্যাচ নিতে পারেননি।

১৬: ৪০ , জুন ০৯

অক্ষরকে ফেরালেন নাসিম

২ উইকেট নিয়েছেন নাসিম শাহ
রয়টার্স

পাকিস্তানি পেসারকে খেলতে সামনে এগিয়ে গিয়েছিলেন অক্ষর প্যাটেল। বল তাঁর ব্যাটকে ফাঁকি দিয়ে ভেঙে দেয় স্টাম্প। ভারতের স্কোর ৭.৪ ওভারে ৫৮।

১৭: ০৩ , জুন ০৯

সূর্যকুমারের বিদায়, ১২ ওভারে ৪ উইকেটে ৯০ ভারতের

১২তম ওভারের প্রথম বলে আউট হয়েছেন সূর্যকুমার যাদব। হারিস রউফকে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ আমিরের হাতে ক্যাচ তোলেন সূর্য। সূর্য ফিরেছেন ৬ বলে ৮ রান করে।

১৭: ০৭ , জুন ০৯

দুবেকেও ফেরালেন নাসিম

১৪তম ওভারের দ্বিতীয় বলে নাসিম শাহর স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোলারের হাতেই ফিরতি ক্যাচ তোলেন শিবম দুবে। ভারতের স্কোর ৯৫/৫।

১৭: ১৫ , জুন ০৯

১ রান তুলতে ৩ উইকেট নেই ভারতের

৪২ রান করে আউট হয়েছেন ঋষভ পন্ত
রয়টার্স

৯৫/৪ থেকে দেখতে না দেখতেই ৯৬/৭ হয়ে গেছে ভারতের স্কোর। ১৪তম ওভারে নাসিম শাহ শিবম দুবেকে ফেরানোর পর ১৫তম ওভারের প্রথম দুই বলে মোহাম্মদ আমির ফিরিয়েছেন ঋষভ পন্ত (৪২) ও রবীন্দ্র জাদেজাকে।

১৭: ৪২ , জুন ০৯

ভারত ১১৯ রানে অলআউট

২৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১১৯ রানে অলআউট হয়েছে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন ঋষভ পন্ত। পাকিস্তানের চার পেসার মিলেই নিয়েছেন ৯ উইকেট। ভারতের একজন হয়েছেন রানআউট। নাসিম শাহ ও হারিস রউফ ৩টি করে, মোহাম্মদ আমির ২টি ও শাহিন আফ্রিদি নিয়েছেন ১টি উইকেট।

১৯: ১৭ , জুন ০৯

জমে উঠেছে ম্যাচ

রান তাড়ায় ৫ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। ১৬.৩ ওভারে পাকিস্তানের স্কোর ৮৮/৫। ২৩ বলে পাকিস্তানের দরকার ৩২ রান।

১৯: ৩৩ , জুন ০৯

শেষ ওভারে ১৮ রান দরকার পাকিস্তানের

ম্যাচ জিততে শেষ ওভারে ১৭ রান দরকার পাকিস্তানের, দলটির হাতে উইকেট আছে ৪টি। যশপ্রীত বুমরার করা ১৯তম ওভারের শেষ বলে আউট হয়ে গেছেন ইফতিখার আহমেদ।

১৯: ৪৩ , জুন ০৯

পাকিস্তানের টানা দ্বিতীয় হার

১২০ রানের লক্ষ্যও ছুঁতে পারল না পাকিস্তান। রান তাড়ায় পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১১৩ রানে থামে দলটি। পাকিস্তান শুরুটা ভালো করলেও ভারতীয় বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতিয়েছেন দলকে। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।

৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার বুমরা ম্যাচসেরাও তিনি। এ ছাড়া হার্দিক পান্ডিয়া ২ উইকেট নিয়েছেন।