প্রতিশোধ নেওয়া হয়ে গেল—পাকিস্তানকে হারিয়ে ভারতীয়দের উচ্ছ্বাস
এশিয়া কাপে কাল ভারত–পাকিস্তান ম্যাচের আগে একটি শব্দ খুব উচ্চারিত হয়েছে—প্রতিশোধ। এ ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে। ভারতকে সেই ম্যাচে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
কালকের ম্যাচের আগে দুই দলের অধিনায়কের সংবাদ সম্মেলনেই বিষয়টি এসেছে ঘুরেফিরে। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা বা পাকিস্তানের বাবর আজম প্রশ্নটি এড়িয়ে গেছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপ আর এশিয়া কাপ এক নয় বলে উল্লেখ করেছেন তাঁরা।
তবে ভারত ও পাকিস্তানের সমর্থক আর সাবেক ক্রিকেটারদের অনেকের মধ্যে বিষয়টি নিয়ে বেশ খোঁচাখুঁচি হয়েছে। ওয়াকার ইউনিস আর ইরফান পাঠান বিষয়টি নিয়ে কথার লড়াইয়ে নেমেছিলেন চোটের কারণে এশিয়া কাপ থেকে শাহিন শাহ আফ্রিদির ছিটকে পড়ার সূত্র ধরে।
দুই দলের সমর্থকেরা কথার লড়াই চালিয়েছেন ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে। ভারতের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন—ভারত প্রতিশোধ নেবে! এর জবাবে পাকিস্তানের অনেক সমর্থকই লিখেছিলেন—এবারও একই ভাগ্য মেনে নিতে হবে ভারতকে!
ম্যাচ শেষে অবশ্য হাসি ফুটেছে ভারতের সমর্থকদের মুখে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর ভারতের সমর্থকেরা উচ্ছ্বাস দেখানোর সুযোগটা হাতছাড়া করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তাঁরা। বেশির ভাগ সমর্থকেরই ছিল এক সুর—প্রতিশোধ নেওয়া হয়ে গেছে!
গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতকে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও হারিয়েছিল পাকিস্তান। এক ভারতীয় সমর্থক সেই প্রসঙ্গ টেনে টুইটারে লিখেছেন, ‘প্রতিশোধ নেওয়া হয়ে গেল।’
ভারত কাল পাকিস্তানকে হারাতে পেরেছে মূলত হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৭ বলে ৪টি চার ও একটি ছয়ে করেছেন অপরাজিত ৩৩ রান। ম্যাচসেরা পান্ডিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সমর্থকেরা।
ম্যাচ শেষে অনেক ভারতীয় সমর্থকই টুইট করেছেন পান্ডিয়ার প্রশংসা করে। একজন লিখেছেন, ‘হার্দিক দারুণভাবে ম্যাচটা শেষ করে এসেছে।’ আরেকজনের কথা, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে কী অসাধারণ দলীয় খেলা। প্রাপ্য জয় পাওয়ার জন্য অভিনন্দন। হার্দিকের তো অসাধারণ একটি ম্যাচ কেটেছে।’
হার্দিকের শংসাগীত এখানেই থামেনি। আরও কতজন কতভাবে যে ভারতীয় অলরাউন্ডারের প্রশংসা করেছেন। উমাং পাবারি নামের এক টুইটার ব্যবহারকারী টুইট করেছেন, ‘হার্দিক পান্ডিয়া, কী অসাধারণ এক খেলোয়াড়!’