পাকিস্তান দলে লড়াকু মনোভাবের অভাব আছে বলে মনে করেন না শাদাব
বিশ্বকাপে খুব বাজে সময় কাটছে পাকিস্তানের। অথচ কী দারুণ শুরুটাই না করেছিল তারা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারানোর পর শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়েছিল বিশ্বকাপের রেকর্ড ৩৪৫ রান তাড়া করে। অনেকেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখে ফেলেছিলেন। কিন্তু এর পরের তিন ম্যাচ টানা হেরেছে বাবর আজমের দল। ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তারা হেরেছে ৮ উইকেটে।
তীব্র সমালোচনার মুখে এখন পাকিস্তান দল। যে দলটিকে সেমিফাইনালে দেখছিলেন কেউ কেউ, তারাই এখন বিদায়ের মুখে দাঁড়িয়ে। বিশেষ করে আফগানিস্তান এত সহজে পাকিস্তানকে হারিয়েছে, যে বাবর–রিজওয়ান–শাদাবদের লড়াইয়ের সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠে গেছে। তবে চেন্নাইয়ে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে এটা নিয়েই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিয়েছেন লেগ স্পিনার শাদাব খান।
শাদাব মনে করেন, পাকিস্তান দলের লড়াইয়ের সামর্থ্য নেই, এ কথা ঠিক নয়, ‘আমি মনে করি না দলের মধ্যে লড়াকু মনোভাবের অভাব আছে। অনেকেই এমন বলছেন, সেটি তাঁরা বলতেই পারেন। তবে দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ আছি—এটা বলতে পারি। আমরা ঘুরে দাঁড়াতে জানি। তবে কেউ যদি আমাদের সামর্থ্যের অভাব নিয়ে প্রশ্ন তোলে, সেটিকে আমি তাদের নিজস্ব মত হিসেবেই ধরে নিতে চাই। যেহেতু আমরা খারাপ খেলছি, তাই অভিযোগ উঠবেই।’
এখন বাকি ম্যাচগুলো জিতেই ঘুরে দাঁড়াতে চান। সমালোচকদের মুখ বন্ধ করতে চান শাদাব, ‘যখন আপনি ভালো করবেন না, হারতে থাকবেন। তখন অনেকেই অনেক কথা বলবে। প্রচুর সমালোচনা হবে। আমরা এখন বাকি ম্যাচগুলো জিতে সমালোচনা বন্ধ করতে চাই। এখন আমাদের সব মনোযোগ বাকি ম্যাচগুলোতে। আমরা প্রতিটিই জিততে চাই।’
চেন্নাইয়ে পাকিস্তান কাল কঠিন পরীক্ষা দিতেই নামবে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের ভয়ংকর দল হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। প্রোটিয়া ব্যাটসম্যানরা রানের বন্যাই বইয়ে দিচ্ছেন প্রতিটি ম্যাাচেই। কুইন্টন ডি কক, হাইনরিখ ক্লাসেনরা ঝড় তুলছেন। ইংল্যান্ডকে তারা হারিয়েছে বিশাল ব্যবধানে।
বাংলাদেশও কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত এক ম্যাচেই হেরেছে—সেটি নেদারল্যান্ডসের বিপক্ষে। বিশ্বকাপে কোনো ধরনের সম্ভাবনা টিকিয়ে রাখতে কাল পাকিস্তানকে ‘নেদারল্যান্ডস’ হতেই হবে।
শাদাবরা কি সেটি পারবেন?