এবার পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেনও
আইপিএলের কারণে এমনিতেই পাকিস্তান সফরে থাকছেন না নিউজিল্যান্ডের ৯ ক্রিকেটার। সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছিল আরও কয়েকজনকে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাই দ্বিতীয় সারির দল ঘোষণা করেছিল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। এবার সেই দল থেকেও ছিটকে গেলেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ও ওপেনার ফিন অ্যালেন। এই দুজনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন টম ব্লান্ডেল ও জ্যাক ফকস।
এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথামকে। পাকিস্তান সফরে তাই নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। সফর সামনে রেখে অনুশীলনে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন ৫৩ টি-টোয়েন্টি খেলা মিলনে, ৪৩ টি-টোয়েন্টি খেলা অ্যালেনের চোট পিঠে। বদলি হিসেবে ডাক পাওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেল টেস্ট দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৭টি। পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ফকস জাতীয় দলে ডাক পেলেন এই প্রথম। ২১ বছর বয়সী ফকস ঘরোয়া টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত খেলেছেন ১৯টি ম্যাচ। ২৬ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৯.৯৪ রান দিয়ে। ব্যাট হাতে ১০৫ রান করেছেন ১২৮.০৪ স্ট্রাইক রেটে।
অবশ্য ব্লান্ডেলের আগে টম ব্রুসকে বিবেচনা করেছিলেন নিউজিল্যান্ডের নির্বাচকেরা। কিন্তু পারিবারিক কারণ ও ল্যাঙ্কাশায়ারের সঙ্গে কাউন্টি চুক্তি প্রাধান্য দিয়ে এই সফরে যেতে অপারগতা প্রকাশ করেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।
পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে, শেষ দুটি লাহোরে।