বাংলাদেশে তাইজুল, অন্য সব দেশে সর্বোচ্চ উইকেটশিকারি কারা

কীর্তিটা গতকালই গড়েছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের রেকর্ড গড়াকে উপলক্ষ করে জেনে নেওয়া যাক কোন দেশে কে সর্বোচ্চ উইকেটশিকারি…

বাংলাদেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট এখন তাইজুল ইসলামেরশামসুল হক
৪৯৩
মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা

টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারির দখলেই কোনো একটি দেশে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। টেস্ট ক্যারিয়ারের ৮০০ উইকেটের ৪৯৩টি শ্রীলঙ্কায় পেয়েছেন মুরালি। দেশের মাটিতে ৭৩ টেস্ট খেলেছেন এই অফ স্পিনার। শ্রীলঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের—২৭৮।

৪৩৮
জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসার জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডে পেয়েছেন ৪৩৮ উইকেট। দেশের মাটিতে ১০৬ টেস্ট খেলেছেন এ বছরই অবসর নেওয়া পেসার। ইংল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অ্যান্ডারসনের দীর্ঘদিনের সতীর্থ স্টুয়ার্ট ব্রডের—৩৯৮।

৩৭৮
রবিচন্দ্রন অশ্বিন, ভারত

দেশের মাটিতে ৬৪ টেস্টেই ৩৭৮ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ভেঙেছেন অনিল কুম্বলের রেকর্ড। দেশের মাটিতে ৬৩ টেস্টে ৩৫০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন ভারতের সাবেক এই লেগ স্পিনার।

৩১৯
শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি উইকেট শেন ওয়ার্নের
রয়টার্স

প্রয়াত লেগ স্পিন কিংবদন্তি ঘরের মাঠে ৬৯ টেস্টে ৩১৯ উইকেট নিয়েছেন। ২৮৯ উইকেট নিয়ে দুইয়ে ওয়ার্ন-সতীর্থ গ্লেন ম্যাকগ্রা। একটা সময় রেকর্ডটা ছিল ডেনিস লিলির—২৩১।

২৬১
ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ৫২ টেস্টে ২৬১ নিয়ে সবার ওপরে সাবেক এই ফাস্ট বোলার। মাখায়া এনটিনির (২৪৯) রেকর্ড ভেঙেছিলেন স্টেইন। এনটিনি পেছনে ফেলেছিলেন শন পোলকের ২৩৫ উইকেটকে।

২২৯
কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিজ

ক্যারিবিয়ানে ৫৮ টেস্ট খেলে ২২৯ উইকেট টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়ার প্রথম বোলারের। ২০৩ উইকেট নিয়ে দুইয়ে নতুন বলে তাঁর সঙ্গী কার্টলি অ্যামব্রোস।

২২৮
টিম সাউদি, নিউজিল্যান্ড

দেশের মাটিতে ৫৬ টেস্টে ২২৮ উইকেট কিউই পেসারের। কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির রেকর্ড কেড়েছেন সাউদি। নিউজিল্যান্ডে ২০১ উইকেট হ্যাডলির।

১৬৮
আবদুল কাদির, পাকিস্তান
পাকিস্তানে সবচেয়ে বেশি উইকেট লেগ স্পিন কিংবদন্তি আবদুল কাদিরের
ফাইল ছবি

প্রয়াত লেগ স্পিন কিংবদন্তি ঘরের মাঠে ৪০ টেস্টে পেয়েছেন ১৬৮ উইকেট। তাঁর পেছনে থেকে দুইয়ে দলটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান—১৬৩।

১৬৫
তাইজুল ইসলাম, বাংলাদেশ

বাংলাদেশে ৩৪ টেস্টে ১৬৫ উইকেট তাইজুলের। ৪৫ টেস্টে ১৬৩ উইকেট নিয়ে দুইয়ে সাকিব আল হাসান। বাংলাদেশের মাটিতে টেস্টে এ ছাড়া ১০০ উইকেট আছে মেহেদী হাসান মিরাজের—১০৪।

১২০
হিথ স্ট্রিক, জিম্বাবুয়ে

টেস্টে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারি হিথ স্ট্রিক দেশের মাটিতে ৩৩ ম্যাচে পেয়েছেন ১২০টি উইকেট। জিম্বাবুয়েতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট লেগ স্পিনার রেমন্ড প্রাইসের—৬১টি।

১১৬
ইয়াসির শাহ, সংযুক্ত আরব আমিরাত

পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে ঘর বানায় দলটি। সেখানেই ১৭ টেস্টে ১১৬ উইকেট পেয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। ৬৭ উইকেট নিয়ে দুইয়েও আরেক পাকিস্তানি সাঈদ আজমল।

মোহাম্মদ আব্বাস, আয়ারল্যান্ড

সংযুক্ত আরব আমিরাতের মতো আয়ারল্যান্ডেও সবার ওপরে এক পাকিস্তানি। ২০১৮ সালে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে ৯ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। ৭ উইকেট নিয়ে যেখানে দুইয়ে আয়ারল্যান্ড অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।

আরও পড়ুন