বর্তমান ক্রিকেট সূচিকে ‘পাগলামি’ বলছেন নাসের হুসেইন
এমন হুট করে ওয়ানডে ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিলেন বেন স্টোকস!
গতকাল স্টোকসের এই ঘোষণা ক্রিকেট দুনিয়ার জন্য বড় ধাক্কা হয়েই এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ডারহামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটাই তাঁর ক্যারিয়ারের শেষ ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এখন থেকে মনোযোগ দেবেন টেস্ট ক্রিকেটে। সেই সঙ্গে টি–টোয়েন্টি তো চালিয়ে যাবেনই।
স্টোকসের ওয়ানডে ছাড়ার ঘোষণাটি হুট করেই নয়। বরং অনেক ভেবেচিন্তেই। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিই যে ইংলিশ অলরাউন্ডারের এই ঘোষণার নেপথ্য কারণ। তিনি নিজেই বলেছেন,‘আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য। তবে এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।’
স্টোকসের মতো একজন খেলোয়াড় সূচি নিয়ে কতটা চাপে থাকলে এমন সিদ্ধান্ত নিতে পারেন—সেই আলোচনাই এখন সর্বত্র। সাবেক ইংলিশ অধিনায়ক ও হালের ধারাভাষ্যকার নাসের হুসেইনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের এখনকার সূচি রীতিমতো পাগলামি।
নাসের স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘বেন স্টোকসের অবসরের সিদ্ধান্ত খুবই হতাশাজনক। এটা আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সূচির কারণেই হয়েছে। এটা ক্রিকেটারদের জন্য রীতিমতো পাগলামি। আইসিসি যদি কেবল বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে থাকে, আর ক্রিকেট বোর্ডগুলো যে যতটা পারে বিভিন্ন সিরিজের সময় বের করতে থাকে, তাহলে এমনটা হবেই। ক্রিকেটাররা সবাই পালিয়ে বাঁচবে। মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে থেকে স্টোকস বিদায় নিয়েছে। এমনটা হওয়া উচিত ছিল না। সূচির দিকে একবার ফিরে তাকানো উচিত। এটি নিয়ে নতুন করে ভাবা উচিত। আন্তর্জাতিক সূচি এখন ফাজলামোতে পরিণত হয়েছে।’
আইসিসির এই ঠাসা সূচিতে ৫০ ওভারের ক্রিকেটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন হুসেইন, ‘মনে হচ্ছে ৫০ ওভারের ক্রিকেটই এর শিকার হতে যাচ্ছে। কারণ, সবাই টেস্ট ক্রিকেট পছন্দ করে, টি–টোয়েন্টি ক্রিকেট অনেক অনেক জনপ্রিয়। আইপিএল আয়োজনের সময় বাড়ছে। সুতরাং এখন ওয়ানডে থেকে ক্রিকেটাররা নাম প্রত্যাহার করতে থাকবে। এই যে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাতিল করল, যেটি তাদের বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়াই হুমকিতে ফেলে দিচ্ছে, সেটি কিন্তু বড় ব্যাপার।’
আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ক্রিকেটারদের কতটা ক্ষতির কারণ হচ্ছে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন নাসের হুসেইন, ‘এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিকে পাগুলে বললেও কম বলা হয়। ধরুন, একজন ক্রিকেটার যদি কেবল টেস্ট ম্যাচ খেলে, তাহলে ঠিক আছে। কিন্তু কোনো ক্রিকেটারকে যদি বিভিন্ন সংস্করণে খেলতে হয়, এবং বেন স্টোকসের মতো যদি সে মাঠে দলের জন্য শতভাগ দিয়ে থাকে, তাহলে তাকে একটি বা দুটি সংস্করণ ছাড়তেই হবে। স্টোকস যেমন ৫০ ওভারের ক্রিকেট ছেড়েছে। এটা খুবই দুঃখজনক। কারণ, স্টোকসই ২০১৯ সালে ইংলিশ ক্রিকেট ও এর ভক্তদের বিশ্বকাপ জয়ের আনন্দ দিয়েছিল তার পারফরম্যান্সের মধ্য দিয়ে। তারা কেউই ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার সেই দিনটি ভুলতে পারবে না।’