কোহলির চোখে আইপিএলে সর্বকালের সেরা কে?
৬৯০৩ রান, ৪৮ ফিফটি, ৫ সেঞ্চুরি—বিরাট কোহলি তো নিজের নামটাই বলতে পারতেন! আইপিএলের সর্বকালের সেরা কে? এই প্রশ্নে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি নিজের নামটা বলেননি। তাহলে তাঁর চোখে আইপিএলের সেরা কে?
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে অনেক কিংবদন্তিই খেলেছেন। সেখান থেকে একটা নাম বাছাই করা যে কারও জন্যই কঠিন। কোহলিও একটা নাম নিতে পারলেন না। সর্বকালের সেরার প্রশ্নে কোহলি বেছে নিয়েছেন তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ এবি ডি ভিলিয়ার্স ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলা পেসার লাসিথ মালিঙ্গাকে।
ডি ভিলিয়ার্সের সঙ্গে কোহলি আইপিএলে খেলেছেন অনেক দিন। আইপিএলে দুজন যতটা সতীর্থ, বন্ধু হয়ে উঠেছেন তার চেয়ে বেশি। তবে এই ক্রিকেটারকে সেরা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে বোধ হয় বন্ধুত্ব নয়, কোহলি আইপিএলে প্রোটিয়া তারকার রেকর্ডগুলোও বিবেচনায় এনেছেন।
আইপিএলে ডি ভিলিয়ার্স খেলেছেন ১৭০ ইনিংস, রান ৫১৬২। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ডি ভিলিয়ার্সের অবস্থান ষষ্ঠ। শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এই প্রোটিয়ারই—১৫১.৬৮। জানিয়ে রাখা ভালো, আইপিএলে ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ক্রিস গেইলের (১৪৮.৯৬) চেয়ে বেশি।
কোহলি আর যে ক্রিকেটারের নাম বলেছেন, সেই মালিঙ্গা তো ডি ভিলিয়ার্স যেটা পারেননি, সেটাই করে দেখিয়েছেন। আইপিএলে ১২২ ম্যাচে মালিঙ্গার উইকেট ১৭০টি। পাওয়ার প্লে, ডেথ ওভারে নিয়মিত বোলিং করার পরও এই লঙ্কানের ইকোনমি ৭.১৪।
জিও সিনেমার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কোহলিকে আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। রশিদ খান ও সুনীল নারাইনের মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়াটাই বোধ হয় কোহলির জন্য সবচেয়ে কঠিন ছিল।
আইপিএলে নারাইন খেলছেন এক যুগ ধরে। ১৫২ ইনিংসে উইকেট নিয়েছেন ১৫৮টি। ইকোনমি ৬.৬৮। আর রশিদের উইকেট ১২৩টি। ৯৭ ইনিংসে বল করা এই আফগান স্পিনারের ইকোনমি ৬.৪৭।
আইপিএলের সেরা স্পিনারের প্রশ্নে কোহলির উত্তর গেছে রশিদের পক্ষে। কোহলির চোখে আইপিএলে সবচেয়ে কম স্বীকৃতি পাওয়া ক্রিকেটার অম্বাতি রাইডু। সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন।