বাটলার বলছেন বাংলাদেশের বোলিংই হারিয়েছে, সল্ট বলছেন ব্যাটিংয়ের কথা
ডেথ ওভারে বাংলাদেশের বোলিং নয়, রান তাড়ায় বাংলাদেশের শুরুর ব্যাটিং-ই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন ইংলিশ ব্যাটসম্যান ফিল সল্ট। তাঁর মতে, এমন কন্ডিশনে এটিই ‘পারফেক্ট’ রান তাড়া হওয়া উচিত। অন্যদিকে অধিনায়ক জস বাটলার বলেছেন, বাংলাদেশের শেষের বোলিংয়ের কারণে ২০ রানের মতো কম করে ফেলেছেন তাঁরা। যেটি গড়ে দিয়েছে পার্থক্য।
আগে ব্যাটিং করা ইংল্যান্ডের শুরুটা ভালো হলেও শেষ দিকে গিয়ে হোঁচট খায় তারা। ১৬তম ওভারের শেষ বলে বেন ডাকেটের পর ১৭তম ওভারের প্রথম বলে জস বাটলার ফেরেন। ইংল্যান্ড শেষ ৪ ওভারে ২১ রানের বেশি তুলতে পারেনি। একসময় বেশ বড় স্কোরের দিকে এগোতে থাকা দলটি থামে বাংলাদেশের নাগালের মধ্যেই।
ইংল্যান্ড আরও বড় স্কোর গড়তে পারত, স্বাভাবিকভাবে এমনই বলেছেন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সল্ট, ‘আমরা জানি, ইনিংস আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে টানা দুই বলে উইকেট হারানো সব সময়ই আঘাত করে, দুজন নতুন ব্যাটসম্যান নিয়ে খেলা সব সময়ই কঠিন। তবে এটিই খেলার অংশ। অন্য কোনো দিন হয়তো আমরা ১৮০ রানে শেষ করতাম। আজ সেটি হয়নি।’
তবে ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশের শুরুর দিকের ব্যাটিংই, সল্টের ধারণা এমন, ‘আমার মনে হয় ম্যাচ ঘুরে গেছে—(নাজমুল হোসেন) শান্ত অনেক ভালো খেলেছে রান তাড়ায়। ওপেনাররা ভালো শুরু করেছে। মাঝের ওভারেও ভালো করেছে। যে–ই এসেছে, ওভারের শুরুতে বাউন্ডারির দেখা পেয়েছে নিয়মিত। সিঙ্গেল-ডাবলসও ভালোভাবে নিয়েছে। আমার মনে হয়, ওরা এখন ড্রেসিংরুমে বসে ভাবছে, এমন কন্ডিশনে এটিই পারফেক্ট রান তাড়া, যেটি তারা চায়।’
উইকেট ব্যবহৃত বলে একেবারে ব্যাটিং-সহায়ক ছিল না সেটি। তবে ফ্লাডলাইটের আলোয় শেষের দিকে সেটি অমন হয়ে উঠেছিল বলেও মনে হচ্ছে ইংলিশ ওপেনারের, ‘অবশ্যই শুরুতে ধীরগতির ছিল। পরে গিয়ে আমাদের বোলিংয়ের সময় মনে হয়েছে গতি অনেক বেড়েছে। তারা গতি অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। তারা নিজেদের কন্ডিশন অনেক ভালো জানে, সেটি কাজে লাগিয়েছে। আমার মনে হয়, কন্ডিশন না জেনে এখানে খেলা কঠিন।’
অন্যদিকে দারুণ একটি ফিফটিতে ইংল্যান্ডকে বড় স্কোরের ভিত গড়ে দেওয়া অধিনায়ক বাটলার বলেছেন, আরও কয়েকটি রান করতে হতো তাদের, ‘বাংলাদেশ ইনিংসের শেষটা ভালো করেছে। আমরা আরও এগোতে পারতাম, তবে ২০ রান কম করে ফেলেছি। বাউন্স নিচু ছিল, একটু ধীরগতিরও ছিল উইকেট। তবে ম্যাচজুড়েই ধারাবাহিক ছিল এটি। বাংলাদেশ আমাদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে চাপে ফেলে দিয়েছে।’