২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফখরের ঝোড়ো ব্যাটিংয়ে বাবরের অবদান দেখছেন গম্ভীর

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন বাবর আজমএএফপি

৪০১ রান তুলেও বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় পেছনে আবহাওয়াকে দায় দেননি নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। কাল বৃষ্টিতে খেলা বন্ধের আগপর্যন্ত ফখর জামান যেভাবে ব্যাটিং করে গেছেন, তাতে পাকিস্তান যোগ্য দল হিসেবেই জিতেছে বলে মন্তব্য করেছেন কিউই অধিনায়ক।

খেলা বন্ধের আগে ২৫.৩ ওভারে পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ২০০, যার মধ্যে ১২৬ রানই ফখরের। বাঁহাতি এই ওপেনার ১১টি ছয় ও ৮টি চারে মাত্র ৮১ বলে তোলেন এই রান। ফখরের সঙ্গে অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটিতে বাবর আজম অপরাজিত ছিলেন ৬৩ বলে ৬৬ রানে। ডিএলএস নিয়মে পাকিস্তানের ২১ রানের জয়ে ম্যাচসেরা হন ফখর।

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ফখরের ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। একই সঙ্গে ফখরের আক্রমণাত্মক ইনিংসটিতে অধিনায়ক বাবরের অবদানও দেখছেন তিনি।

সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে গম্ভীর বলেন, ‘ফখর জামানের যতই প্রশংসা করুন না কেন, সেটা কম হয়ে যাবে। কারণ, যে ব্যাটিংটা সে করেছে। এখানে বাবর আজমও তাঁকে দুর্দান্তভাবে সহযোগিতা করেছে। এক পাশে বাবর ছিল বলেই ফখর এভাবে ব্যাটিং করতে পেরেছে।’

অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটজুটিতে ১৯৪ রান তোলেন বাবর–ফখর
রয়টার্স

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর এসে ফখরের সঙ্গে গড়েন দুই শর কাছাকাছি অবিচ্ছিন্ন জুটিটি। গম্ভীরের মতে, বাবর একপ্রান্ত আগলে না রাখলে ম্যাচটা পাকিস্তানের আয়ত্তে না–ও আসতে পারত, ‘বাবর যদি টিকে না থাকত বা আরও এক–দুই উইকেট পড়ে যেত, তখন ফখর জামানও চুপ হয়ে যেতে পারত। অসাধারণ একটা জুটি হয়েছে। এক পাশে উইকেট না পড়ার নিশ্চয়তা থাকলে আরেক পাশে আক্রমণাত্মক হওয়া যায়। আর প্রতিটি ব্যাটসম্যানেরই নিজস্ব শক্তির জায়গা থাকে। বাবর ফখরের মতো খেলতে পারে না, ফখরও বাবরের মতো খেলতে পারে না। সুতরাং জুটির দিকেই মনোযোগ দিতে হবে। জুটিই ম্যাচ জেতায়।’

আরও পড়ুন

বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ১১ নভেম্বরের ম্যাচটিতে বাবর শতক পেতে পারেন বলে মনে করেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ওপেনার গৌতম, ‘পাকিস্তানের জন্য পরের ম্যাচটা বাঁচা–মরার। এখন পর্যন্ত বাবর ভারতের মাটিতে শতক তুলতে পারেনি। শেষ ম্যাচে উইকেটে থিতু হতে পারলে, ওর কাছ থেকে একটা শতক দেখা যেতে পারে। তবে পাকিস্তানের জন্য এর চেয়েও বেশি দরকার জয় পাওয়াটা।’

আরও পড়ুন