২০২৩ বিশ্বকাপ বিতর্ক: নাসুমের সঙ্গে কথা বলবেন ফারুক
চন্ডিকা হাথুরুসিংহে ১২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন, ১৫ সেপ্টেম্বর দলের সঙ্গে ভারতে যাবেন—এখন পর্যন্ত এটাই নিশ্চিত। সমান্তরালে বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়ায়ও চলমান। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
নাসুমের সঙ্গে ফারুক আহমেদের কথা বলার কারণ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের এক বিতর্কে যে জড়িয়ে আছে, তাঁর নামও! বিশ্বকাপের পর বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছিল, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসুমকে শারীরিকভাবে আঘাত করেছিলেন হাথুরুসিংহে। যদিও অভিযোগটি সত্যি নয় বলে দাবি করেছেন কোচ।
বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে নাজমুল হাসানের বিসিবি যে তিন সদস্যের কমিটি গঠন করেছিল, সেই কমিটি নাসুম-হাথুরুসিংহে বিতর্কেও আলো ফেলার চেষ্টা করেছে। এ দুজনসহ জাতীয় দলের আরও অনেকের সঙ্গেই কথা বলেছে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি। কমিটির অন্য দুই সদস্য ছিলেন মাহবুবুল আনাম ও আকরাম খান।
নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোভাব হাথুরুসিংহের জন্য স্বস্তিদায়ক নয়। হাথুরুসিংহের চুক্তি যদিও আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত; তার আগেই তাঁকে চলে যেতে হয় কি না, সেটা নিয়েই এখন আলোচনা। তবে পাকিস্তান সফরের সাফল্যের পর এই কোচকে চুক্তি শেষ হওয়ার আগেই বিদায় করতে হলে যুক্তিসংগত কারণ থাকা চাই। ২০২৩ বিশ্বকাপের বিতর্ক থেকে হয়তো সেটাই খুঁজবেন বোর্ড সভাপতি। সে জন্যই নাসুমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত।
সূত্র জানিয়েছে, মূল্যায়ন প্রতিবেদনে হাথুরুসিংহের ব্যাপারে কোনো নেতিবাচক সুপারিশ বা মন্তব্য থেকে থাকলে, সেটি ধরেই এগোতে পারেন ফারুক। জানা গেছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে নাসুমের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। তবে যোগাযোগ করা হলে এ বিষয়ে নাসুম কোনো মন্তব্য করতে চাননি। আর ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।