‘অভদ্র’ গম্ভীরকে সংবাদ সম্মেলনে দেখতে চান না মাঞ্জরেকার

মুম্বাইয়ে আজ সংবাদ সম্মেলনে ভারতের কোচ গৌতম গম্ভীরএএফপি

দল ভালো করছে না। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ধবলধোলাই হওয়ার মতো অবিশ্বাস্য ঘটনাও ঘটে গেছে। তবু ভারতের হেড কোচ গৌতম গম্ভীর উঁচু গলায় কথা বলছেন সংবাদ সম্মেলনে।

গম্ভীরের এ ধরনের কথাবার্তা একদমই ভালো লাগছে না ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের। এখন ধারাভাষ্যের কাজ করা মাঞ্জরেকার সরাসরিই গম্ভীরের সমালোচনা করে বলেছেন, সংবাদমাধ্যমকে সামলানোর মতো ‘বাকপটুতা ও ভদ্রতার’ অভাব আছে ভারত কোচের।

আজ ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গৌতম গম্ভীর। সেই সংবাদ সম্মেলন দেখার পরই গম্ভীরকে নিয়ে টুইট করেছেন মাঞ্জরেকার। নিজের এক্স হ্যান্ডলে গম্ভীরের সমালোচনা করতে গিয়ে মোটেও রাখঢাক করেননি মাঞ্জরেকার।

তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়।
সঞ্জয় মাঞ্জরেকার, ভারতের সাবেক ক্রিকেটার

ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৭৪টি ওয়ানডে খেলা মাঞ্জরেকার লিখেছেন, ‘মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলাম। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়।’

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার
এএফপি

আজকের সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া নিয়ে অনেক কথাই বলেছেন। সেখানে অবশ্য দলের সাফাই গাননি গম্ভীর, ‘আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।’

আরও পড়ুন

নিউজিল্যান্ডের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গম্ভীরকে নিয়ে কম সমালোচনা হচ্ছে না। রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন ভারত কোচ। সংবাদ সম্মেলনে গম্ভীরকে কথা বলতে হয় তা নিয়েও। ভারত কোচ বললেন, এসবকে পাত্তা দেওয়ার কিছু নেই, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবনে কিংবা যে কারও জীবনে কী প্রভাব রাখতে পারে? যখন এই দায়িত্ব নিয়েছি তখন জানতাম এটা যেমন কঠিন, তেমনি সম্মানজনকও হবে। আমি কোনো চাপটাপ টের পাই না। কারণ, আমি আমার কাজ নিয়ে সৎ আছি।’

ভক্ত ও ক্রিকেট পণ্ডিতদের সমালোচনা গায়ে না মাখার কথাও বলেন গম্ভীর। আইসিসির জন্য লেখা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কলামের সমালোচনাও করেছেন গম্ভীর। যে কলামে রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্ম নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন পন্টিং। গম্ভীর এ নিয়ে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত মাথাব্যথা কেন?’

আরও পড়ুন