২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘বিনা পয়সায়’ অস্ট্রেলিয়া দলকে সাহায্য করবেন হেইডেন

২০০১ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে ম্যাথু হেইডেনের ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য—১১০ফাইল ছবি

ভারতে দুঃস্বপ্নের সফরে আছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে রীতিমতো উড়ে গেছে তারা। হার-জিত থাকতেই পারে খেলায়। কিন্তু অস্ট্রেলিয়ার চিন্তার কারণ হারের ধরন নিয়ে। নাগপুর আর দিল্লি দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের সামনে অসহায় ছিলেন। সাবেক অস্ট্রেলীয় তারকারা তো নাগপুর-দিল্লিতে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সকে রীতিমতো ‘বিপর্যয়’ই বলছেন। পরের দুটি টেস্টে এই বিপর্যয় থেকে পরিত্রাণের উপায় খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে ত্রুটি মেরামতে ক্রিকেট অস্ট্রেলিয়ার জরুরি ডাক পেয়েছেন ম্যাথু হেইডেন।

আরও পড়ুন

হেইডেন এ মুহূর্তে ভারতেই আছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বোর্ডার-গাভাস্কার সিরিজে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন, স্টার স্পোর্টসের হয়ে। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ধারাভাষ্যের লাভজনক কাজ ছেড়ে বিনা পারিশ্রমিকে যোগ দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়া দলের সঙ্গে। এই সিরিজের বাকি দুই টেস্টে অস্থায়ী ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।

ভারতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া দলকে সাহায্যের জন্য ডাক পড়েছে ‘ধারাভাষ্যকার’ হেইডেনের
ফাইল ছবি

সংবাদমাধ্যমটিকে হেইডেন বলেছেন, ‘১০০ বার আমি অস্ট্রেলিয়া দলকে সাহায্য করব। দিন-রাত সব সময়ই আমি দলের সঙ্গে আছি। এটা আমার দায়িত্ব। আমি নিশ্চিত, আমি দলের যেকোনো খেলোয়াড়কে যেকোনো ধরনের পরামর্শ দিতে পারব। কারণ, এই অস্ট্রেলিয়া দলকে আমি প্রতিনিধিত্ব করেছি। আমার দলে শতভাগ প্রভাবই আছে।’ হঠাৎ এই দায়িত্ব নেওয়া প্রসঙ্গে হেইডেনের মন্তব্য, ‘অস্ট্রেলিয়া দলের সাহায্যে আমি যেকোনো কিছুই করতে পারি, যেকোনো সময়ে।’

কিছু দিন আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন হেইডেন
ছবি: টু্ইটার

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক সম্প্রতি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে আহ্বান জানিয়েছিলেন ম্যাথু হেইডেনের সাহায্য নিতে। ২০০১ সালে স্টিভ ওয়াহর সেই অস্ট্রেলিয়া দলের ভারত সফরে হেইডেনের ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য—১১০! ২০০৪ সালেও অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন ভারত সফরে সিরিজ বিজয়ী দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০০৪ সালে অস্ট্রেলিয়া ১৯৬৯ সালের পর প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল।

আরও পড়ুন

কাজটা বিনা পারিশ্রমিকেই করবেন হেইডেন, ‘আমি অবশ্যই কাজটা বিনা পারিশ্রমিকে করব। ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ জন্য কোনো টাকা খরচ করতে হবে না। সাবেক ক্রিকেটারদের দূরে সরিয়ে রাখা উচিত নয়। তাদের কাছে সাহায্য চাওয়া মানেই তাদের সম্মান করা।’