যেভাবে লিটনকে স্বাগত জানাল কলকাতা
‘পৌঁছে গেছে, লিটনদা!’
সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল পেজ থেকে এমন পোস্ট দেওয়া হয়েছে আজ দুপুরে। প্রথমবারের মতো আইপিএল খেলতে লিটন অবশ্য কলকাতা পৌঁছেছেন গতকাল রাতেই। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান।
লিটন যখন কলকাতায়, আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জয় এনে দিয়েছেন রিংকু সিং। আজ আহমেদাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে দলটি, যাদের পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। ইডেন গার্ডেনসে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
লিটনকে নিয়ে ওই পোস্টের পর ফেসবুকে একটি রিলও বানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবশ্য পরবর্তী ম্যাচে তাঁকে একাদশে রাখা হবে কি না, সেটি নিশ্চিত নয়।
সাকিব আল হাসান আইপিএলের এই মৌসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই, চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। কলকাতা দলে নিয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে, যদিও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি।
কলকাতায় বিদেশি হিসেবে এখন পর্যন্ত তিন ম্যাচে খেলেছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, অলরাউন্ডার আন্দ্রে রাসেল, স্পিনার সুনীল নারাইন, পেসার লকি ফার্গুসন ও টিম সাউদি। পাঞ্জাব কিংসের কাছে প্রথম ম্যাচ হারলেও পরের দুটি ম্যাচ জিতেছে কলকাতা।
দলে জায়গা পাওয়া না–পাওয়া নিয়ে ভাবছেন না, গতকাল দেশ ছাড়ার আগে লিটন বলেছিলেন এমনই, ‘আমি জানি না, ওখানে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কদিনই থাকব, সব কটি মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।’
লিটন অবশ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে খেলতে আগামী মাসের শুরুতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। লিটন সেখানে দলের সঙ্গে যোগ দেবেন ৫ বা ৬ তারিখে। প্রাথমিকভাবে দুই দিন আগে যোগ দেওয়ার কথা থাকলেও লিটন ছুটি বাড়ানোর আবেদন করেছেন, আজ এমন জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।