বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের একাদশ ঠিক করে দিলেন হগ

ভারত ক্রিকেট দলবিসিসিআই

ভারত-বাংলাদেশ সিরিজ শুরু হতে বাকি এখনো ৭ দিন। বাংলাদেশ দল এখনো ভারতেও যায়নি। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের পছন্দের একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ। বাংলাদেশের বিপক্ষে হগের ভারতের একাদশে কে আছেন, কে নেই?

স্বাভাবিকভাবেই ভারতের একাদশে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই। ভারতের টেস্ট দল খুব বেশি পরিবর্তনে বিশ্বাসীও নয়। হগের দলে প্রত্যাশিতভাবেই আছেন রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রবীন্দ্র জাদেজা। তবে তাঁর একাদশে নেই ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল।

আরও পড়ুন

রাহুলের পরিবর্তে হগের পছন্দ ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পারফর্ম করা সরফরাজ খানকে। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি।

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ অভিষেক হয়েছে সরফরাজ
এএফপি

এরপর নিজের দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে আবার খেলেন ৫৬ রানের ইনিংস। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিরিজের প্রথম টেস্টে খেলছেন না সরফরাজ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের ১৬ সদস্যের দলের একমাত্র সরফরাজকেই দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডে রাখা হয়েছে। সরফরাজ খেলবেন ভারত ‘বি’ দলের হয়ে। দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু ১২ সেপ্টেম্বর, শেষ ১৫ তারিখে। আর বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর। এই সিরিজের আগে ভারতের ক্যাম্প শুরু ১২ সেপ্টেম্বর। অর্থাৎ ক্যাম্পেও থাকছেন না সরফরাজ।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার হগ একাদশে দেখতে চান অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তকে। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বর, মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। তবে সেসব শঙ্কা কাটিয়ে এখন তিনি আবার মাঠে ফিরেছেন।

স্পিনার হিসেবে হগের পছন্দ কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। সঙ্গে জাদেজা তো আছেনই। পেসার হিসেবে তাঁর পছন্দ মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অস্ট্রেলিয়ার ১৪৫টি ম্যাচ খেলা এই ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের যে একাদশ আমার পছন্দ-ওপেন করবেন জয়সোয়াল ও রোহিত। গিল খেলবেন তিনে, রোহিত চারে, ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে জাদেজা খেলবে পাঁচ নম্বরে। এরপর সরফরাজ খান ও পন্ত আছেন। বোলারদের মধ্যে আছে অশ্বিন, কুলদীপ যাদব, সিরাজ ও বুমরা।’

আরও পড়ুন