‘ভোররাত ৩টায় ডেকে তুললেও ডেথ বোলিং করতে পারবে মোস্তাফিজ’
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের পর দলের বাইরে ছিলেন মোস্তাফিজুর রহমান, ফিরেছিলেন শেষ ম্যাচে গিয়ে। ভারতের বিপক্ষে জেতা ম্যাচে পেয়েছিলেন ৫০ রানে ৩ উইকেট। আজ বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে তো মোস্তাফিজের বোলিং ফিগার ছিল দুর্দান্ত—৭-১-২৭-৩! নতুন বলে বোলিংয়ের পর পুরোনো বলেও সফল হয়েছেন তিনি। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে বলে ম্যাচের ফলে সেটি প্রভাব রাখতে পারেনি। কিন্তু এতেই দারুণ খুশি বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস। মোস্তাফিজের ডেথ বোলিংয়ের সামর্থ্যের কথাও আরেকবার মনে করিয়ে দিয়েছেন তিনি।
তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—বাংলাদেশের প্রথম সারির পেসারদের কয়েকজন নেই এই সিরিজের প্রথম দুই ম্যাচে। তবে রাখা হয়েছে মোস্তাফিজকে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে তাঁর ছন্দে ফেরার একটা ব্যাপার ছিল। তাসকিনদের অনুপস্থিতিতে নতুন বলের দায়িত্বও অবধারিতভাবেই গেছে তাঁর ওপর। আজ শুরুতে প্রথাগত সুইং আদায়ের চেষ্টা করেছিলেন, তবে তাতে সেভাবে সফল না হওয়ার পর মোস্তাফিজ ধরেন বিকল্প পথ। লেংথ থেকে বেরিয়ে নিয়ে যাওয়া বলে বাউন্স আর গতির বৈচিত্র্য এনে সফল হন। অবশ্য শুরুতেই উইকেট না পেলেও ব্যাটসম্যানদের সেভাবে সুযোগ দেননি রান করার।
নতুন বলে পরপর ২ ওভারে ২ উইকেট যেমন নেন, বল পুরোনো হয়ে যাওয়ার পর হেনরি নিকোলসকে ফিরিয়ে ভাঙেন উইল ইয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি। নিউজিল্যান্ডের প্রথম তিনটি উইকেটই আজ পান তিনি। মোস্তাফিজের এমন পারফরম্যান্স তাঁর কঠোর পরিশ্রমের ফসল বলেই মনে করেন পোথাস। আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ বলেছেন, ‘দারুণ ব্যাপার এটি। ফিজ (মোস্তাফিজ) মাসখানেক ধরেই খেটে যাচ্ছে, নতুন বলে ছন্দ ফিরে পেতে। অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের পেস বোলিং কোচ) সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। সেগুলোর ফসলই দেখতে পাচ্ছেন।’
মোস্তাফিজের এমন পারফরম্যান্সের টাইমিংটাও দলের জন্য দারুণ মনে হচ্ছে পোথাসের কাছে, ‘এটি আসছে ঠিক বিশ্বকাপের আগে, একেবারে উপযুক্ত সময়ে। তার জন্য অনেক ভালো লাগছে আমাদের।’
নতুন বলে ছন্দ ফিরে পাচ্ছেন মোস্তাফিজ, বাংলাদেশের জন্য সেটি তো ভালো লাগার হবেই। তবে ডেথ বোলিংয়েও মোস্তাফিজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। পোথাসের কথা শুনে মনে হচ্ছে, সেটি নিয়ে কোনো ভাবনা নেই তাঁদের, ‘আমরা তার ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।’
মোস্তাফিজের প্রশংসা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসনও, ‘মোস্তাফিজ বেশ ভালো বোলিং করেছে, নতুন বলে সিমে হিট করেছে। আর বল পুরোনো হয়ে গেলে তো গতি কমে আসবেই।’
মোস্তাফিজের মতো আজ উজ্জ্বল ছিলেন নাসুম আহমেদও। প্রথম থেকেই টার্ন ও বাউন্সের দেখা পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। ২ ওভারই মেডেন দিয়ে শুরু করা এই বাঁহাতি স্পিনারও পেয়েছেন পোথাসের প্রশংসা, ‘নাসুম সাদা বলে মানসম্পন্ন বোলার। এশিয়া কাপে দেখেছি, এখানেও দেখেছি। সে কন্ডিশনের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে, উইকেট পড়েছে ভালোভাবে। গতি ও লাইন উপযুক্ত ছিল তার। প্রতি ম্যাচেই আত্মবিশাস ও অভিজ্ঞতা বাড়ছে তার। সে খুব দ্রুত শিখতে পারে, আমরা তাকে নিয়ে খুশি।’