২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আইপিএল যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসবিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কীভাবে হবে? হিসাবটা সহজ। বেশি বেশি টি-টোয়েন্টি খেলে। কিন্তু দলগুলো সেটা খেলার সুযোগ পাচ্ছে কই! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ৫, নিউজিল্যান্ড ৩, ইংল্যান্ড মাত্র ৪টি টি–টোয়েন্টি খেলবে। আর ভারত?

বিশ্বকাপের আগে তাদের কোনো ম্যাচই নেই। তবে এখন তো সেই দিন নেই যে আন্তর্জাতিক ম্যাচ না থাকলে ক্রিকেটাররা বসে থাকবেন! সারা বিশ্বে এখন অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে এই লিগগুলো। বিশেষ করে আইপিএল। অস্ট্রেলিয়ান কোচ টম মুডি এই কথাটাই আরেকবার মনে করিয়ে দিয়েছেন।

আরও পড়ুন

এবারের আইপিএল হবে মার্চে থেকে মে মাসের মধ্যে। আর ১ জুন শুরু হবে বিশ্বকাপ। আইপিএল ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটাররাই বেশি খেলেন। এবার অনেক ক্রিকেটারেরই বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে এই আইপিএলে পারফর্ম করা, না করার ওপর।

সাইনরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ টম মুডি
ইনস্টাগ্রাম

আইপিএলে কোচ হিসেবে পরিচিত মুখ মুডি গতকাল আইএল টি-টোয়েন্টির দল ডিজার্ট ভাইপার্স আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, ‘আইপিএল, সঙ্গে অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন আইএল টি-টোয়েন্টি, ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্টগুলোতে পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ। এই লিগগুলোর ভালো মানের কারণে সব কটি দলই তাদের খেলোয়াড়দের পারফরম্যান্সে চোখ রাখবে। আপনি যদি রান করেন, উইকেট নেন, ধারাবাহিকতা দেখান, দল নির্বাচনের সময় যখন কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া হবে, তখন এটা আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। আত্মবিশ্বাস নিয়ে আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে পারবেন।’

এর আগে গত মাসে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও আইপিএলে চোখ রাখার কথা বলেছিলেন, ‘আমরা একসঙ্গে বেশি খেলার সুযোগ পাব না, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের অবশ্যই আইপিএল আছে, সবাই খুব গভীরভাবে তাদের খেলোয়াড়দের ওপর নজর রাখবে আইপিএলে কীভাবে তারা খেলে।’

আরও পড়ুন