ভারতের কোচ হিসেবে কত টাকা বেতন পাবেন গম্ভীর

ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর কোচ হিসেবে নিয়োগ পেয়েছেনএএফপি

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে পেয়েছে ২১ কোটি রুপির কাছাকাছি। আর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বকাপজয়ী দলটির জন্য বোনাস ঘোষণা করেছে ১২৫ কোটি রুপি! একটি দেশের ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআই যে কতটা ধনী, সেটা স্পষ্ট টুর্নামেন্টের অর্থপুরস্কার আর বোনাসের বড় তফাতেই!

ভারতের ক্রিকেটারদের বেতনও বেশ উঁচুমানের। বিরাট কোহলি, রোহিত শর্মারা ম্যাচ ফি বা অন্যান্য সুবিধা বাদে স্রেফ বেতন বাবদই পেয়ে থাকেন মাসে ৭ কোটি রুপি করে। এমন একটি ক্রিকেট বোর্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতের এই সাবেক ক্রিকেটারের সুযোগ-সুবিধাও যে বেশ লোভনীয় হবে, সেটা সহজেই অনুমেয়। কিন্তু সেটা কতটা? ভারতের কোচ হিসেবে মাসে কত টাকা বেতন পাবেন গম্ভীর, অন্যান্য সুযোগ-সুবিধাই–বা কী?

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব ছেড়ে দেবেন, এমনটা নিশ্চিত হয়েছিল বেশ আগেই। ভারতের পরবর্তী প্রধান কোচ পদে গম্ভীরের নামও আলোচনায় তখন থেকেই। তবে গতকাল মঙ্গলবার ভারতের একটি গণমাধ্যম জানায়, বেতন নিয়ে চূড়ান্ত বনিবনা না হওয়াতেই নাকি গম্ভীরকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা দিতে পারছে না বিসিসিআই। তবে সে দিনই সন্ধ্যায় বিসিসিআই সচিব জয় শাহ গম্ভীরকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করা হলেও বেতন নিয়ে আলোচনা শেষ হয়নি। গম্ভীর এখন বেতনের চেয়ে বেশি ভাবছেন সাপোর্ট স্টাফ নিয়ে। এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘গৌতমের জন্য দায়িত্ব নেওয়াটাই বড় কথা। বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সমস্যা হবে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীকে যখন ডিরেক্টর অব ক্রিকেট করা হয়, তখনো এমন অবস্থাই ছিল।’

আরও পড়ুন

গম্ভীরের সঙ্গে বেতনের বিষয়ে চূড়ান্ত আলাপ না হলেও টাকার অঙ্ক কেমন হবে, তার একটি ধারণা দিয়েছে সূত্রটি, ‘রবি শাস্ত্রী যে দিন কাজ শুরু করে, তখন পর্যন্ত ওর সঙ্গে চুক্তি হয়নি। গৌতমের ক্ষেত্রেও আরও কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্য অনুসারে, দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে ১২ কোটি রুপি বেতন পেতেন। তবে গম্ভীর এর চেয়ে বেশিই পেতে পারেন। বেতনের বাইরে অন্যান্য সুযোগ-সুবিধাও কম নয়। ভারতের প্রধান কোচ বিদেশ সফরে দৈনিক ভাতা হিসেবে পান ২৫০ মার্কিন ডলার (২১ হাজার রুপির মতো) করে। এ ছাড়া বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বোর্ড বহন করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গম্ভীর এখন কোচিং স্টাফের অন্য সদস্যদের নিয়োগ নিয়ে কাজ করছেন। কেকেআর একাডেমির প্রধান ও সাবেক ক্রিকেটার অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসেবে নিতে পারেন গম্ভীর। এ ছাড়া বোলিং কোচ হিসেবে সাবেক জাতীয় দল সতীর্থ জহির খান বা লক্ষ্ণীপতি বালাজিকে দেখা যেতে পারে।

আরও পড়ুন