অশ্বিনের রেকর্ড, রেকর্ডের অশ্বিন

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনার রেকর্ড বইয়ের অনেকে পাতাতেই ছাপ রেখে গেছেন

টেস্টে অশ্বিনের চেয়ে বেশিবার সিরিজসেরা হননি আর কেউএএফপি

অশ্বিনের আন্তর্জাতিক ক্যারিয়ার

আরও পড়ুন

অশ্বিনের যত কীর্তি

টেস্টে ৩৭ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন অশ্বিন
এএফপি


• টেস্টে ৫৩৭ উইকেট অশ্বিনের। ভারতীয় বোলারদের মধ্যে তাঁর ওপরে আছে শুধু অনিল কুম্বলে (৬১৯)।
• সব মিলিয়ে টেস্টে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।
• টেস্টে সবচেয়ে বেশিবার সিরিজসেরার রেকর্ডটা মুরালিধরনের সঙ্গে ভাগাভাগি করছেন অশ্বিন। দুজনই সিরিজসেরা হয়েছেন ১১ বার।
• টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট শিকার—৩৭ বার। ৬৭ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে মুরালি।
• টেস্টে ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেটের মাইলফলকে দ্রুততম।

আরও পড়ুন