অশ্বিনের রেকর্ড, রেকর্ডের অশ্বিন
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনার রেকর্ড বইয়ের অনেকে পাতাতেই ছাপ রেখে গেছেন
অশ্বিনের যত কীর্তি
• টেস্টে ৫৩৭ উইকেট অশ্বিনের। ভারতীয় বোলারদের মধ্যে তাঁর ওপরে আছে শুধু অনিল কুম্বলে (৬১৯)।
• সব মিলিয়ে টেস্টে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারি অশ্বিন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।
• টেস্টে সবচেয়ে বেশিবার সিরিজসেরার রেকর্ডটা মুরালিধরনের সঙ্গে ভাগাভাগি করছেন অশ্বিন। দুজনই সিরিজসেরা হয়েছেন ১১ বার।
• টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট শিকার—৩৭ বার। ৬৭ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে মুরালি।
• টেস্টে ২৫০, ৩০০ ও ৩৫০ উইকেটের মাইলফলকে দ্রুততম।