বছরের শেষ দিনে খুশি হওয়ার মতো একটা উপলক্ষ পেয়ে যাচ্ছিলেন খুশদিল শাহ। রংপুর রাইডার্সের পাকিস্তানি বাঁহাতি স্পিনার পেয়ে যাচ্ছিলেন এবারের বিপিএলের প্রথম হ্যাটট্রিক। পেয়ে যাচ্ছিলেন কী, সিলেট স্ট্রাইকার্সের আফগান ব্যাটসম্যান সামিউল্লাহ সিনওয়ারির বিপক্ষে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দেওয়ায় হ্যাটট্রিকের উদ্যাপনও করে ফেললেন তিনি!
কিন্তু কারও ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপনের চেয়ে কারও জন্মদিনটা ভালো কাটাই তো বেশি প্রত্যাশিত। আজ ৩৭-এ পা রাখা সিনওয়ারি রিভিউ নিয়ে যেন সেই জন্মদিনেরই উপহার পেয়ে যান এলবিডব্লিউ হওয়ার হাত থেকে বেঁচে গিয়ে। যদিও রংপুরের পর পর দ্বিতীয় জয়ে শেষ হাসিটা খুশদিলেরই।
টুর্নামেন্টের প্রথম দিনের দুই ম্যাচেই রান দেখেছে শেরেবাংলা স্টেডিয়াম। আজ প্রথম ম্যাচেও চিটাগং কিংসের বিপক্ষে দুইশোর্ধ রান করেছে খুলনা টাইগার্স। সে তুলনায় খুশদিলের হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো সময়টা বাদ দিলে দিনের পরের ম্যাচটা ম্যাড়ম্যাড়েই হলো। রংপুর রাইডার্সের ১৫৫ রানের জবাবে হেলেদুলে ৯ উইকেটে ১২১ রান করে ২০ ওভার শেষ করে সিলেট। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হার ৩৪ রানে।
প্রথম তিন ম্যাচের অভিজ্ঞতা বলছিল, মিরপুরের উইকেটে এবার বড় রান করেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই। কাল তো ১৯৭ রান করেও ফরচুন বরিশালের কাছে হেরেছে দুর্বার রাজশাহী। তবে এই ম্যাচে ১৫৫ রান করেই অনেকটা নিশ্চিন্তে ম্যাচ জিতেছে রংপুর। অবশ্য সিলেটের মধ্যেও দেখা যায়নি জেতার কোনো চেষ্টা।
৫ ওভারের মধ্যে ৪৩ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ওপেনার রনি তালুকদারের সঙ্গে জাকের আলীর ৪৮ রানের জুটি হলো। কিন্তু জুটিটা গড়তে দুজনে মিলে খেলে ফেলেন ৯.১ ওভার, টি-টোয়েন্টির মেজাজের সঙ্গে যা একদমই বেমানান। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত সময় কাটিয়ে আসা জাকের তো ব্যাটে-বলেই করতে পারছিলেন না! ২৪ রান করতেই খেলেছেন ৩৩ বল। রনির ৩৬-ও এসেছে ৪১ বলে।
খুশদিলের বলে বোল্ড হয়ে রনি ফিরে যাওয়ার পর সিলেটের তো ঘুরে দাঁড়ানো হয়ইনি, ধুঁকতে থাকা ব্যাটিংয়ে বাকি সময়ে আর মাত্র ৩০ রানই করতে পেরেছে তারা। এ সময় পড়েছে আরও ৬ উইকেট। রংপুরের পেসার নাহিদ রানা প্রথম ম্যাচে ভালো বোলিং করেও উইকেট পাননি। তবে আজ ২৭ রানে ৪ উইকেট নিয়ে সিলেটকে রুখে দিয়ে তিনিই ম্যান অব দ্য ম্যাচ। খুশদিল ১০ রানে ও সাইফউদ্দিন ১৮ রানে নেন ২টি করে উইকেট।
এর আগে ৬৯ রানে ৪ উইকেট হারানো রংপুরের রান দেড় শ পেরিয়েছিল মূলত মিডল অর্ডারের অবদানে। ৪২ বলে অপরাজিত ৪৭ করে চারে নামা ইফতিখার আহমেদ বিপর্যয় ঠেকিয়ে এক পাশ আগলে রাখেন। অন্য প্রান্তে প্রথমে খুশদিল খেলে যান ১৬ বলে ২১ রানের ইনিংস, পরে অধিনায়ক নুরুল হাসানের দুই ছক্কা ও চার বাউন্ডারিতে করা ২৪ বলে ৪১ ও মেহেদী হাসানের ৮ বলে ১৬ রানে দেড় শ পেরিয়ে যায় রংপুর।