প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে জরিমানা গুনলেন পাকিস্তানি অলরাউন্ডার
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে খুব বাজেভাবে হেরেছে পাকিস্তান। এমনিতেই মন খারাপ থাকার কথা পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহর। এবার আরও একটা দুঃসংবাদ শুনতে হলো তাঁকে। আইসিসির আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে তাঁর ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছে।
আচরণবিধির লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে গতকাল, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। পাকিস্তানের ইনিংসের ৮ম ওভারে খুশদিল বোলার জাকারি ফোকসের করা ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে ঠেলে দিয়ে দৌড়ানোর সময় অন্যদিকে ফিরে থাকা বোলার ফোকসের পিঠে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দেন।
এই ঘটনাকে আইসিসি ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ এবং অতিরিক্ত বল প্রয়োগ’ হিসেবে দেখছে এবং ‘বেপরোয়া, অবহেলাজনিত এবং এড়ানো সম্ভব’ বলে মনে করছে৷ খুশদিল আম্পায়ার এবং ম্যাচ রেফারি জেফ ক্রো কর্তৃক আরোপিত শাস্তি মেনে নেওয়ার পর, কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন খুশদিল। ২৪ মাসের মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধও হতে পারেন তিনি।
জরিমানা গুনা ম্যাচটিতে ৩২ বলে ৩০ রান করেন খুশদিল। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওই রান ১০.১ ওভারে তাড়া করে ফেলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন।
দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই এই সিরিজে খেলতে নামছে পাকিস্তান। আগামীকাল ডানেডিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুল শুধরে সিরিজে ফিরতে চাইবে তারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিন ওয়ানডেও খেলবে দুই দল।