উমর-শাকিলের ব্যাটে পিষ্ট বাংলাদেশ ‘এ’

উমর আমিনকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক এনামুল হক, আজ ইসলামাবাদেপিসিবি

ইসলামাবাদে গতকাল ৪৪.৩ ওভারেই অলআউট হয়ে যাওয়ার পর আজ সারা দিন বোলিং করে পাকিস্তান শাহিনসের মাত্র ৪টি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। উমর আমিনের বড় সেঞ্চুরি ও সৌদ শাকিলের ফিফটিতে দ্বিতীয় দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে শাহিনস তুলে ফেলেছে ৩৬৭ রান। ফলে প্রথম ইনিংসে তারা এগিয়ে ২৪৫ রানে।

বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান শাহিনস। প্রথম সাফল্য পেতে বাংলাদেশ ‘এ’ দলকে তেমন একটা অপেক্ষা করতে হয়নি, ১১ রান করা সাইম আইয়ুবকে ফেরান তানজিম হাসান। তবে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসে যে বড় জুটি দেখা যায়নি, পাকিস্তান শাহিনস একের পর এক সেটিই গড়েছে।

আরও পড়ুন

দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হুরাইরার সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন উমর। দুজনের জুটি অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল, বিরতির পরপরই সেটি ভাঙেন অফ স্পিনার নাঈম হাসান। তবে চারে আসা অধিনায়ক শাকিলের সঙ্গে চা-বিরতির আগে-পরে ১৯৫ রানের জুটি গড়েন উমর।

বড় জুটি গড়েন উমর ও শাকিল
পিসিবি

চা-বিরতির আগেই প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরিও পূর্ণ করেন উমর। শেষ পর্যন্ত থামেন হাসান মুরাদের বলে স্টাম্পিং হয়ে। এর আগে ২১১ বলে করেন ১৭৭ রান, ২৩টি চারের সঙ্গে মারেন ৩টি ছক্কা। শাকিলও থামেন মুরাদের বলেই স্টাম্পিং হয়ে। তিনি করেন ১৩২ বলে ৭৬ রান, তাঁর ইনিংসে ছিল ৯টি চার।

দিন শেষে কামরান গুলাম ৬৩ বলে ২০ ও সাদ খান ৩৯ বলে ৩১ রানে ব্যাটিং করছিলেন।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৬৭/৪ (উমর ১৭৭, শাকিল ৭৬, হুরাইরা ৩৯, সাদ ৩১*, গুলাম ২০*; মুরাদ ২/৪৯, তানজিম ১/৬৭, নাঈম ১/৮১)