রোহিতকে ‘নিঃস্বার্থ’ বলে কোহলিকে গম্ভীরের খোঁচা

ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিছবি: এএফপি

বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছে ভারত। প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। দলের এমন দুরন্ত যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান দলের দুই সেরা তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির। দুজনে দারুণ প্রশংসিতও হচ্ছেন।

তবে দুজন মিলে দলকে টেনে নিলেও তাঁদের নিয়ে অনেক সমর্থকের মধ্যে আছে বিপরীতমুখী মূল্যায়ন। সেই মূল্যায়নকেই যেন বিশ্বকাপের মাঝামাঝি সময়ে নতুন করে উসকে দিলেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। রোহিতের গুরুত্বকে খাটো করে কোহলিকে নিয়ে ভক্ত ও সম্প্রচারকদের মেতে থাকার অভিযোগ এনেছেন গম্ভীর।

আরও পড়ুন

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে সেই চ্যানেলটির ওপরই পক্ষপাতিত্বের অভিযোগ আনেন গম্ভীর। রোহিতকে এ সময় ‘নিঃস্বার্থ’ উল্লেখ করে গম্ভীর বলেছেন, ‘ভক্ত এবং সম্প্রচারকদের মতো রোহিত শর্মা পরিসংখ্যান নিয়ে মেতে থাকে না। সে তার ইনিংসগুলো দিয়েই নিজের বার্তা দেয়, যেমনটা নেতারা করে থাকে।’

বর্তমানে রোহিত শর্মার শতক ৩১টি। তবে নিজের কথা ভেবে খেললে এত দিন তাঁর শতকসংখ্যা ৪০-৪৫ হয়ে যেত বলে মন্তব্য করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘রোহিত শর্মার এত দিনে ৪০-৪৫টি শতক হয়ে যেত। কিন্তু সে শতকে আচ্ছন্ন হয়ে থাকে না। সে নিঃস্বার্থ।’

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর
ছবি: টুইটার

সাম্প্রতিক সময়ে কোহলির ৫০তম শতক ছোঁয়া নিয়ে প্রচুর কথা হচ্ছে। এ মুহূর্তে কোহলির শতকের সংখ্যা ৪৮। আর একটি শতক পেলেই ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা ৪৯ শতকের রেকর্ড। আর দুটি পেলে ছাড়িয়ে যাবেন টেন্ডুলকারকেও। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরির জন্য স্ট্রাইক ধরে রাখা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোহলিকে।

সে সময় কোহলির ওই শতকে ‘ব্যক্তিস্বার্থ’ দেখার কথা বলেন চেতেশ্বর পূজারা। টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পূজারা মনে করেন, কোহলির শতক পূরণের জন্য ভারতের রানের গতি কমে গেছে। ক্রিকইনফোকে পূজারা বলেছিলেন, ‘বিরাট কোহলির শতকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো খেলা যত দ্রুত শেষ করে আসা যায়। শীর্ষে উঠতে হলে নেট রানরেট বাড়াতে হবে। যখন আপনি নেট রানরেটের কথা চিন্তা করবেন, তখন অন্য কিছু ভাবার সুযোগ নেই।’

আরও পড়ুন

এদিকে কোহলি কবে ৫০তম শতকটি পেতে পারেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেছিলেন, ‘৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। সেদিন কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ভারত। আমি মনে করি, কোহলি সেদিনই নিজের ৫০তম শতকটি করে ফেলবে। নিজের জন্মদিনের দিন ৫০তম শতক, এর চেয়ে চমৎকার উপলক্ষ আর হয় নাকি!’

৪৮–এ দাঁড়িয়ে থাকা কোহলির জন্য পঞ্চাশে পৌঁছাতে দরকার দুটি শতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত। অর্থাৎ, জন্মদিনে ৫০তম শতকে পৌঁছাতে টানা দুই ম্যাচে তিন অঙ্ক স্পর্শ করতে হবে তাঁকে।