সূচি
দল পরিচিতি
ভারত : প্রত্যাশার চাপও তাদের প্রতিপক্ষ
ভারত এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট। সেটি তো সর্বশেষ অনেকগুলো বিশ্বকাপেই। সঙ্গী থাকে প্রত্যাশার চাপও।
২০১১ সালে ওয়াংখেড়েতে নুয়ান কুলাসেকারার বলে মহেন্দ্র সিং ধোনির ওই ছক্কা নিশ্চিত করেছিল ২৮ বছর পর ‘ফেবারিট’ ভারতের প্রত্যাশা মেটানো। গড়েছিল ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তিও। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও এরপর আইপিএলের আবির্ভাব শুধু ভারতের নয়, বদলে দিয়েছে ক্রিকেটেরই খোলনলচে। কিন্তু মাঠের বাইরে ভারত যেমন দাপুটে, দ্বিপক্ষীয় সিরিজে যেমন সাফল্য, বিশ্বকাপে সেটি অনূদিত হয় না ‘প্রত্যাশামতো’।
গত এক যুগে বদলেছে অনেক কিছুই। এবার তারা এককভাবে বিশ্বকাপের আয়োজক। ধোনি-যুগ শেষ আগেই, অধিনায়কত্ব থেকে সরে গেছেন বিরাট কোহলিও। এবার রোহিত শর্মার ওপর সেই ভার। ওয়াংখেড়ে নয়, এবার ফাইনাল হবে আহমেদাবাদে। তবে এক যুগ পরও বদলায়নি শুধু একটি ব্যাপার, ভারত এবারও ফেবারিট।...আরও