২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘যেকোনো দল পাকিস্তানে আসতে ভয় পাবে’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আসিফছবি: এএফপি

এশিয়া কাপ কোথায় হবে, এই সিদ্ধান্ত ঝুলে আছে ভারতের কারণে। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পাকিস্তানে তারা দল পাঠাবে না, ভারত সরকারের অনুমতি নেই। পাকিস্তান সফরের বিষয়ে ভারত সরকারের অনুমতি না দেওয়ার কারণ নিরাপত্তা–শঙ্কা।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফের মতে, শুধু ভারত নয়, যেকোনো দলই পাকিস্তান সফরের বিষয়ে শঙ্কিত। এবারের এশিয়া কাপ তাই সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হবে বলে তাঁর ধারণা। ইউটিউব চ্যানেল ‘দ্য টুয়েলভথ মেন’–এর এশিয়া কাপের ভেন্যু–বিষয়ক আলোচনায় আসিফ বলেন, ‘আমার মনে হয় না এশিয়া কাপ পাকিস্তানে হবে। কারণ, এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়। যেকোনো দলই এখানে আসতে কিছুটা হলেও ভয় পাবে। যে কারণে আমার মনে হয়, এশিয়া কাপ শ্রীলঙ্কা বা দুবাইয়ে হবে।’

এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা চলছে ছয় মাসের বেশি সময় ধরে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ভারত ছাড়া আর কোনো দেশ পাকিস্তানে খেলতে যেতে আপত্তি করেনি। একপর্যায়ে এশিয়া কাপ আয়োজনে ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করে পিসিবি।

আরও পড়ুন

মডেল অনুসারে, এশিয়া কাপ হবে দুই ধাপে; প্রথম ধাপে ভারত ছাড়া বাকি সব দল পাকিস্তানের মাটিতে একটি করে ম্যাচ খেলবে, এরপর সব দল চলে যাবে দ্বিতীয় ভেন্যুতে; সেখানে ভারত যোগ দেবে এবং টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে। তবে পিসিবির হাইব্রিড মডেলেও রাজি হয়নি বিসিসিআই। এশিয়া কাপে হাইব্রিড মডেল বাস্তবায়িত হলে সামনে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও হাইব্রিড মডেলে খেলার দাবি তুলতে পারে পিসিবি, এমন শঙ্কা ভারতীয় বোর্ডের।

বিসিসিআই চায় একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হোক। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এসিসি নির্বাহী বোর্ডের পরবর্তী সভায় পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে, সব দেশ শ্রীলঙ্কায় খেলতে রাজি। যদিও পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকেই বেশি পছন্দ পিসিবির।

আরও পড়ুন

পাকিস্তানের পক্ষ থেকে অবশ্য হাইব্রিড মডেলে রাজি না হলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়ে রাখা হয়েছে। গত সপ্তাহে পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।

নাজাম শেঠি তাঁদের জানিয়ে দেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে পাকিস্তান সরকারের অনুমতি পাওয়া না–পাওয়ার ওপর। এর আগে ভারতের স্পোর্টস তাককে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, ‘আইসিসিতে নিরাপত্তাবিষয়ক ধারা আছে। লেখা আছে নিরাপত্তা–সমস্যা থাকলে খেলতে হবে না। নিরাপত্তা–সমস্যার কথা তো আমরাও বলতে পারি।’

আরও পড়ুন