বাবর আজমদের পুরস্কারের টাকা কমে গেল কেন
বাবর আজম ঠিক বুঝে উঠতে পারছিলেন না, পাকিস্তান দল পুরস্কার হিসেবে কত টাকা পেয়েছে!
গতকাল গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জিতেছে পাকিস্তান। কিন্তু খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল বিভ্রান্তি। পাকিস্তান দল টেস্ট জয়ের অর্থ পুরস্কার কত পেল। অধিনায়ক বাবর যে ডামি চেকটি নিয়ে ফটো সেশন করলেন, সেটিতে পুরস্কারের অর্থের পরিমাণ দুই রকম লেখা ছিল। কথায় লেখা ছিল দুই হাজার মার্কিন ডলার, অঙ্কে পাঁচ হাজার! আসলে পাকিস্তান দল কত পেল!
পুরস্কারের অঙ্ক দুই হাজার ডলার হলে বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৮ হাজার টাকা, সেটি ৫ হাজার ডলার হলে ৫ লাখ ৪৬ হাজার টাকা—পার্থক্য অনেক। এ নিয়ে রীতিমতো বিভ্রান্ত সবাই, বিব্রত শ্রীলঙ্কা ক্রিকেটও। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক হাস্যরস ও ব্যঙ্গবিদ্রূপ শুরু হলে তারা দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, ‘চেকে টাকার অঙ্কে বিভ্রাট ছিল, যা দুঃখজনক। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যে বেসরকারি প্রতিষ্ঠান ছিল, ভুলটা তাদেরই। আমরা এখন তাদের কাছে জবাব চাচ্ছি, এত বড় ভুল কীভাবে হলো! এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে বিদ্রূপ। টুইটারে ছবিটি পোস্ট করে এক ব্যক্তি লিখেছেন, ‘টাকাটা কমে গেল কেন, ট্যাক্স কাটার পর?’ কেউ কেউ লিখেছেন, ‘পাঁচ হাজার ডলার মূল “বেতন”, হাতে নগদ দুই হাজার।’
ইমাম-উল-হকের অপরাজিত ফিফটি, বাবর আজম ও সৌদ শাকিলের ইতিবাচক ব্যাটিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩১২ রানের জবাবে পাকিস্তান স্কোরবোর্ডে তোলে ৪৬১। সৌদ শাকিল করেন ডাবল সেঞ্চুরি। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৯ রানেই। জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল পাকিস্তান।