২ বছরে টানা ৭ ফাইনালে হার—কে এই হতভাগা ক্রিকেটার

অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেস জোনাসেনছবি: বিসিসিআই

অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছেন ১১ বছর। দেশের হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা—চারটি অ্যাশেজ, একটি ওয়ানডে বিশ্বকাপ, পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোনার পদক জিতেছেন কমনওয়েলথ গেমস ক্রিকেটেও। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও চ্যাম্পিয়ন হয়েছেন দুবার।

সেই জেস জোনাসেনের হঠাৎ কী এমন হলো যে, দলের জন্য ‘কুফা’ হয়ে উঠেছেন! ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বিশ্বের যে দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল খেলছেন, সেখানেই হেরে যাচ্ছে তাঁর দল।

টানা সাত ফাইনালে হেরেছেন জেস জোনাসেন
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

সর্বশেষ গতকাল রাতে উইমেন্স প্রিমিয়ার লিগ (মেয়েদের আইপিএল নামে পরিচিত) ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরেছে তাঁর দল দিল্লি ক্যাপিটালস।

জোনাসেন সর্বশেষ কোনো ট্রফি জিতেছেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘কুফা’ হয়ে ওঠার শুরুটা হয়েছিল মেয়েদের আইপিএল দিয়েই। ২০২৩ মৌসুমের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানসের কাছেই হেরেছে জোনাসেনের দিল্লি ক্যাপিটালস। একই বছর মেয়েদের বিগ ব্যাশ লিগ ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩ রানে হেরে যায় তাঁর দল ব্রিসবেন হিট।

গত বছর মেয়েদের আইপিএল, দা হান্ড্রেড, সিপিএল ও বিগ ব্যাশের ফাইনালে খেলেছেন যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, ওয়েলশ ফায়ার, ত্রিনবাগো নাইট রাইডার্স ও ব্রিসবেন হিটের হয়ে। সব কটিতেই তাঁকে ও তাঁর দলকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। গত রাতেও একই দুর্ভাগ্য সঙ্গী হয়েছে জোনাসেনের।

আরও পড়ুন

ছেলে ও মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে টানা সাত ফাইনাল হারা প্রথম ক্রিকেটার জোনাসেন। এমন বিব্রতকর রেকর্ড গড়লেও গৌরবময় একটা রেকর্ড অনেক আগে থেকেই তাঁর।

অস্ট্রেলিয়ার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন জেস জোনাসেন (বাঁয়ে)
ছবি: আইসিসি

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে (আন্তর্জাতিক ‍+ ঘরোয়া) সর্বোচ্চ ১৭ বার ফাইনাল খেলেছেন জোনাসেন। ১৫ বার করে টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও অ্যালিসা হিলি এবং ভারতের হারমানপ্রীত কৌর।