মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানকে হারাল আবাহনী

ব্যাটিংয়ে ফিফটির পর বল হাতে ৪ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেনছবি: শামসুল হক

আফিফ হোসেনের থ্রোয়ে আরিফুল হকের সরাসরি রান আউটই কি ম্যাচের পার্থক্য গড়ে দিল?

আবাহনীর বিপক্ষে জয়ের জন্য মোহামেডানের তখন ২৯ বলে দরকার ৩৯ রান। বলে-ব্যাটে ভালোই সংযোগ করাচ্ছিলেন আরিফুল। কিন্তু ঝুঁকিপূর্ণ ডাবল নিতে গিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান আফিফের দারুণ থ্রোয়ে রান আউটে কাটা পড়েন। ১৪ বলের ইনিংসে ৩ ছক্কায় ২৬ রান করা আরিফুলের ফেরার সঙ্গে মোহামেডানের জয়ের সম্ভাবনাও দূরে সরে যায়। শেষ দিকে বল প্রতি বেশি রানের সমীকরণ মেলাতে না পেরে শেষ পর্যন্ত ৮ রানে হেরেছে মোহামেডান।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের প্রথম ম্যাচে আবাহনী জিতেছে ৮ রানে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান তুলেছিল আবাহনী। ৯ উইকেট হারিয়ে মোহামেডানের ইনিংস থামে ২৫০-এ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আবাহনীর জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন। ব্যাট হাতে ৭০ বলে ৬৩ রান আর বল হাতে ৫১ রানে ৪ উইকেট নেন এই অলরাউন্ডার। প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আবাহনী।

আবাহনীর হয়ে ৬৩ রানের ইনিংস খেলেন জাকের আলী
ছবি: প্রথম আলো

সেখান থেকে মোট রান আড়াই শ পার হওয়ার পথে মোসাদ্দেকের পাশাপাশি অবদান ছিল জাকের আলীর। ডানহাতি এ উইকেটকিপার-ব্যাটসম্যান ৮২ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। পাঁচে নামা আফিফের ব্যাট থেকে ৪০ বলে ৩৬ এবং পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহর ব্যাট থেকে আসে ২৫ বলে ২৯ রান।

রান তাড়ায় ১২ রান তুলতেই সৌম্য সরকার, ইমরুল কায়েস ও কামিন্দু মেন্ডিসের উইকেট হারায় মোহামেডান। সেখান থেকে প্রথমে আরিফুল ইসলাম এরপর মাহমুদউল্লাহকে নিয়ে মোহামেডানের জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখেন মাহিদুল ইসলাম।

আরও পড়ুন

ফর্মে থাকা মাহিদুল ১১৩ বলে ৮৮ রান করে ফেরেন দলকে ১৭২ রানে রেখে। দুই ওভার পর আউট হন মাহমুদউল্লাহও, করেন ৬৩ বলে ৫৪ রান। দুই থিতু ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর মোহামেডানকে ভরসায় রাখেন আরিফুল। কিন্তু তাঁকে রান আউট করে শেষ পর্যন্ত ৮ রানের জয় তোলে আবাহনী।

জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে আবাহনী
ছবি: প্রথম আলো

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের প্রথম দিনে আবাহনীর মতো জয় পেয়েছে গাজী গ্রুপ এবং প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালকে ৮৯ রানে অল আউট করে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ১৭৩ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান তোলে প্রাইম ব্যাংক। ডানহাতি ওপেনার শাহাদাত হোসেন ১০৪ আর বাঁহাতি ওপেনার জাকির হাসান ১০৬ রান করেন। দুজনের উদ্বোধনী জুটিতেও ওঠে ২২২ রান।

সুপার লিগের প্রথম দিনের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে আবাহনী। ১২ ম্যাচে মোসাদ্দেকদের পয়েন্ট ২২। সমান ম্যাচে শেখ জামালের পয়েন্ট ২০।

পরের স্থানগুলোতে আছে যথাক্রমে প্রাইম ব্যাংক (১৬ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৬ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১৩ পয়েন্ট) ও মোহামেডান (১৩ পয়েন্ট)