উর্বশী কে—প্রশ্ন নাসিম শাহর

বোলার নাসিম শাহ ব্যাট হাতেও জিতিয়েছেন দলকেছবি: এএফপি

বলিউডে এখনো সেভাবে পায়ের নিচে মাটি খুঁজে পাননি উর্বশী রাউতেলা। তবে ক্রিকেট–দুনিয়ার সঙ্গে বিতর্ক জড়িয়ে ঠিকই নিজেকে চিনিয়েছেন এই নায়িকা। কদিন আগে ঋষভ পন্তের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কে জড়ান উর্বশী।

এবার আলোচনায় এলেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহর সঙ্গে নিজের ভিডিও জোড়া লাগিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নাসিম অবশ্য বলেছেন, উর্বশীকে তিনি চেনেনই না।

উর্বশী রউতেলা
ইনস্টাগ্রাম

এশিয়া কাপের শুরু থেকে গতির ঝড়ে সবাইকে মুগ্ধ করেছেন নাসিম। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুই ছক্কা মেরে অন্য সব আলাপকে একরকম পেছনেই ফেলে দিয়েছেন এ পেসার। বোলার নাসিমের সঙ্গে ব্যাটসম্যান নাসিমও এখন সবার আগ্রহের কেন্দ্রে। এর মাঝে নাসিমের সঙ্গে এডিট করা রোমান্টিক ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন উর্বশীও।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন উর্বশী, সেই ভিডিওতেই নাসিমকে দেখা যায়। যেখানে দেখা যায়, নাসিম বল হাতে দাঁড়িয়ে, আর উর্বশী গ্যালারিতে বসে আছেন। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় রোমান্টিক গানও । এই ভিডিওটি সামনে আসার পর থেকেই নেটিজেনদের হাস্যরসের শিকার হচ্ছেন উর্বশী।

ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে প্রশ্ন করা হয়েছে নাসিমকেও। পাকিস্তানি পেসার অবশ্য সোজাসাপটা জানিয়ে দিয়েছেন উর্বশীকে তিনি চেনেন না। সাংবাদিকের প্রশ্নের জবাবে নাসিম বলেছেন, ‘আমার তো আপনার প্রশ্ন শুনে হাসি আসছে। আমার তো জানা নেই, উর্বশী কে?’

আরও পড়ুন

শিরোপানির্ধারণী ম্যাচের আগে এসব নিয়ে ভাবার সময় নেই জানিয়ে নাসিম আরও বলেছেন, ‘আমি এই মুহূর্তে শুধু ম্যাচে মনোযোগ দিচ্ছি। মানুষ সচরাচর আমাকে ভিডিও পাঠিয়ে থাকে, তবে আমার কোনো ধারণা নেই। আমার মাঝে বিশেষ কিছু নেই। তবে যেসব মানুষ ক্রিকেট দেখতে আসে, তারা অনেক সম্মান করে।’

এর আগে ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তের সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কে জড়ান উর্বশী। এক সাক্ষাৎকারে উর্বশী দাবি করেন, ঋষভ পন্ত তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের লবিতে প্রায় ১০ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন। তবে তিনি ঘুমিয়ে পড়ায় পন্তের সঙ্গে দেখা করতে পারেননি।

উর্বশীর এই দাবি মিথ্যা বলে মন্তব্য করেন পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পন্ত লিখেছিলেন, ‘জনপ্রিয়তার জন্য এবং সংবাদের শিরোনাম হওয়ার জন্য মানুষ যেভাবে মিথ্যা বলে তা বেশ মজার।’ এর উত্তরে উর্বশী লিখেছিলেন, ‘ছোট ভাইয়ের উচিত ব্যাট–বলে মনোযোগ দেওয়া।’

আরও পড়ুন