আবার চোটে পড়লেন বুমরা
বিশ্বকাপ শুরুর মাসখানেকও বাকি নেই। এরই মধ্যে ভারত দলকে নতুন করে দুশ্চিন্তায় ফেলে দিল যশপ্রীত বুমরার চোট। থিরুভানান্থাপুরামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোটের কারণে খেলতে পারছেন না এই পেসার।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেছেন বুমরা। বিসিসিআইয়ের চিকিৎসক দলের পর্যবেক্ষণের পর এ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। এ সিরিজে আর খেলতে পারবেন কি না, সে ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি।
পিঠের চোটের কারণেই সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি বুমরা। ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর থেকে। তবে চোট থেকে সেরে উঠতে পারেননি বলে বুমরাকে ছাড়াই এশিয়া কাপে যায় ভারত।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এ ফাস্ট বোলার। সিরিজের শেষ দুটি ম্যাচে খেলে নেন ১ উইকেট। সর্বশেষ ম্যাচে তো ৪ ওভারে দেন ৫০ রান।
তবে আগেই ঘোষিত বিশ্বকাপের দলে ঠিকই আছেন বুমরা। তিনিই এখন তাঁদের এক নম্বর বোলার, ভারতের টিম ম্যানেজমেন্ট বরাবরই বলে এসেছে সেটি।
বুমরাকে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের চোটের সারি আরেকটু দীর্ঘই হলো। করোনাভাইরাস থেকে এখনো সেরে উঠতে পারেননি পেসার মোহাম্মদ শামি, চোটে পড়েছেন দীপক হুদাও। এ দুজনের বদলি হিসেবে ভারত এরই মধ্যে ডেকে পাঠিয়েছে শ্রেয়াস আইয়ার ও শাহবাজ নাদিমকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ২ অক্টোবর, ৪ অক্টোবর হবে শেষ ম্যাচ। এরপর ৬ থেকে ১১ অক্টোবরের মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে দুই দল। আগামী ২৩ অক্টোবর এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ। গতবার সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছিল দলটি।