ভারত ম্যাচের আগে হঠাৎ কেন পাকিস্তানের হোটেল পরিবর্তন করল আইসিসি

পাকিস্তান ক্রিকেট দলপিসিবি

ভেন্যু থেকে টিম হোটেল অনেক দূরে—এই অসন্তোষের কথা পাকিস্তান দল আগেই জানিয়েছিল। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সেই অসন্তোষে সাড়া দিয়েছে বলেই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার।

পাকিস্তান নিউইয়র্কে ম্যাচ খেলবে দুটি, যার একটি ৯ জুন ভারতের বিপক্ষে, দ্বিতীয়টি ১১ জুন কানাডার বিপক্ষে। নিউইয়র্কে পাকিস্তান দলকে যে হোটেল দেওয়া হয়েছিল, সেটি ওই দুই ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে ৯০ মিনিটের দূরত্বে। এটা নিয়েই ছিল পাকিস্তান দলের অসন্তোষ।

জিও সুপারের খবর অনুযায়ী, আইসিসি বিষয়টিতে সাড়া দিয়ে পাকিস্তানের টিম হোটেল পরিবর্তন করে দিয়েছে। বাবর আজমরা নতুন যে হোটেলে উঠেছেন, ভেন্যু থেকে সেটির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের।

অনুশীলনে নাসিম–ফখর
পিসিবি

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমই প্রথম ভেন্যু থেকে টিম হোটেলের দূরত্ব নিয়ে কথা বলেছিলেন। গতকালই সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘মাঠ থেকে হোটেলের দূরত্ব, সুবিধা নিয়ে আমরা ভাবতে চাই না, ওটা বোর্ডের দায়িত্ব।’ বোর্ড হয়তো বাবরের কথা আমলে নিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, আইসিসি যদি হোটেল পরিবর্তন না করে, তাহলে পিসিবি নিজের খরচেই খেলোয়াড়দের নতুন হোটেলে নিয়ে যাবে।

আরও পড়ুন

জিও সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, পিসিবি প্রধান আইসিসিকে জানিয়েছেন, এত দূর থেকে স্টেডিয়ামে যাওয়া মানবেন না তাঁরা। এই সংবাদমাধ্যমও জানিয়েছে, প্রয়োজনে নিজেদের খরচে হোটেল পরিবর্তন করত পাকিস্তান।

সূত্রের বরাত দিয়ে জিও সুপার পিসিবি প্রধানের একটি উদ্ধৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তান দলের দায়িত্ব আমার ওপর। খেলোয়াড়দের যাবতীয় সুযোগ–সুবিধা আমাকেই নিশ্চিত করতে হবে।’

ভারতের টিম হোটেল অবশ্য আগে থেকেই নিউইয়র্কের স্টেডিয়াম থেকে ১০ মিনিট দূরে। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দল নিউইয়র্কের হোটেল নিয়ে প্রশ্ন তুলেছিল। শ্রীলঙ্কাকে নিউইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি সকালে হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে ও মাঠ থেকে ফিরতে ঝামেলা পোহাতে হয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহীশ তিকশানা তো সরাসরিই বলেছেন, অন্যায্য সূচি ও লজিস্টিক্যাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তাঁরা। এ ছাড়া দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন