কোহলির সঙ্গে বাবরের তুলনা কেন করা উচিত নয়, ব্যাখ্যা দিলেন মিসবাহ

বাবরের তুলনাটা সবচেয়ে বেশি হয় বিরাট কোহলির সঙ্গেইফাইল ছবি

বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করে আনন্দ পান পাকিস্তানিরা। কোহলির সঙ্গে ব্যাটিং-সৌন্দর্যে বাবরের মিল খুঁজে বেড়ান তাঁরা। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন এই তুলনা অবান্তর। মিসবাহর কথা—কোহলি অনেক অভিজ্ঞ, তিনি অনেক ক্রিকেট খেলেছেন। সেই তুলনায় বাবর খেলাটাই শুরু করেছেন খুব বেশি দিন হয়নি।

২০২২ সালে আইসিসির দুটি স্বীকৃতি মিলেছে বাবরের। তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের অধিনায়ক প্রায় ২৫৯৮ রান করেছেন। এর স্বীকৃতি হিসেবে জিতেছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। একই সঙ্গে হয়েছেন ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারও। বাবরের নেতৃত্বে পাকিস্তান ফাইনাল খেলেছে এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও পাকিস্তানকে শিরোপা এনে দিতে পারেননি কোনো টুর্নামেন্টেই।

আরও পড়ুন

টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাবর। বিরাট কোহলিও ২০১৭ ও ২০১৮ সালে টানা দুইবার সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন। কোহলির সঙ্গে এমনিতেই বাবরের তুলনা করা হয়ে অবিরত। আইসিসির এই পুরস্কার জেতায় ভারতীয় তারকার সঙ্গে বাবরের তুলনাটা যেন প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে।

মিসবাহ-উল-হক কোহলির সঙ্গে বাবরের তুলনা অবান্তর মনে করেন
ছবি: এএফপি

তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক, কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের মতে, কোহলি যে পরিমাণ ক্রিকেট এখন পর্যন্ত খেলেছেন, তার সঙ্গে বাবরের অভিজ্ঞতার তুলনা করতে যাওয়া উচিত হবে না। পাক টিভি ডট টিভিকে তিনি বলেছেন, ‘বাবর তো মাত্রই খেলা শুরু করল। কোহলি সে তুলনায় অনেক অভিজ্ঞ। কোহলির সঙ্গে বাবরের তুলনা করা উচিত নয়। যখন বাবর কোহলির মতো অনেক ক্রিকেট খেলতে পারবে, তুলনাটা তখনই হওয়া উচিত। খেলার হিসাবে কোহলির সোন পর্যায়ে যাওয়াটা অন্যদের জন্য একটু কঠিনই।’

আরও পড়ুন

মিসবাহ অবশ্য বাবরের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, ‘বাবর খুবই উঁচু মানের একজন ক্রিকেটার। সে হয়তো ভবিষ্যতে কোহলির অর্জনের কাছে যেতে পারবে। এখন দুজনের মধ্যে তুলনার কোনো মানে হয় না। কারণ, বাবর মাত্রই খেলা শুরু করেছে।’

কিছুদিন আগেই পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সালমান বাট কোহলি আর বাবরের তুলনায় টেনে এনেছিলেন ওয়াসিম আকরাম ও শাহিন শাহ আফ্রিদিকে। তিনি বলেছিলেন, ওয়াসিম আকরাম আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে যদি এখন তুলনা করা হয়, ব্যাপারটা যেমন একই ব্যাপার কোহলি আর বাবরের সঙ্গে তুলনা। দুইজনের মধ্যে তুলনা করার সময় এখনো আসেনি।

পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত ৪৭টি টেস্ট, ৯৫টি ওয়ানডে আর ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৫০ ওভারের ক্রিকেটে বাবরের ব্যাটিং গড় ৫৯.৪। টি-টোয়েন্টিতে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক (৩,৩৫৫)। এই তালিকার শীর্ষে আছেন কোহলি। তাঁর রান ৪,০০৮। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কোহলির শতরানের সংখ্যা ৭৪। এই মুহূর্তে পরিসংখ্যানে কোহলির তুলনাটা শুধু হচ্ছে শচীন টেন্ডুলকারের সঙ্গেই।

আরও পড়ুন