আইসিসির এপ্রিল মাসের সেরা ফখর জামান

দারুণ ছন্দে আছেন ফখর জামানএএফপি

গত মাসটা দুর্দান্ত কেটেছে পাকিস্তান ওপেনার ফখর জামানের; বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে এপ্রিল মাসে খেলা দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন ফখর, যার মধ্যে একটি ১৮০ রানের অপরাজিত ইনিংস।

এমন পারফরম্যান্সেই আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন এই পাকিস্তানি ওপেনার। সেরার লড়াইয়ে ফখর হারিয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপমান ও শ্রীলঙ্কার প্রবাত জয়াসুরিয়াকে।

আরও পড়ুন

মূলত, ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্সেই সেরা নির্বাচিত হয়েছেন ফখর। কারণ, গত মাসে ফখর টি-টোয়েন্টি খেলেছেন ৪টি, যেখানে তাঁর পারফরম্যান্স সাদামাটাই বলতে হবে। ৪ ম্যাচের ৩ ইনিংসে ফখরের রান যথাক্রমে ৪৭, ০, ১৭।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১১৪ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন ফখর। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করা পাকিস্তানকে নিরাপদ স্থানে রেখেই আউট হন পাকিস্তান ওপেনার। পরের ওয়ানডেতে নিউজিল্যান্ডেরই বিপক্ষে তাঁর অপরাজিত ১৮০ রানের ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে যায় ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে।

আরও পড়ুন

আইসিসির মাসসেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ফখর। আগামী বিশ্বকাপেও এই পারফরম্যান্স ধরে রাখতে চান, ‘আইসিসির এপ্রিল মাসের সেরা হয়ে আমি সম্মানিত বোধ করছি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মাস। লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে দেশের দর্শকদের সামনে খেলতে পারা অন্য রকম অনুভূতি। রাওয়ালপিন্ডিতে টানা দুই সেঞ্চুরি বেশ উপভোগ করেছি। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১৮০ রানের ইনিংসটা আমার বেশি পছন্দের। আগামী বিশ্বকাপেও এই ছন্দ ধরে রাখার আশা করছি। নিজের পারফরম্যান্স দিয়ে পাকিস্তান ক্রিকেট–সমর্থকদের গর্বিত করতে চাই।’

আরও পড়ুন