২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সৌম্যর, অনিশ্চয়তা জিম্বাবুয়ে সিরিজেও

ঢাকা প্রিমিয়ার লিগ মিস করছেন সৌম্য সরকারপ্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোটে ঢাকা প্রিমিয়ার লিগ মিস করছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মে মাসে তাঁর খেলা নিয়েও আছে অনিশ্চয়তা।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। হাঁটুর সঙ্গে কাঁধেও আঘাত লাগে তাঁর। সে ম্যাচে সৌম্য ব্যাট করতে পারেননি, তাঁর কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) বদলি হিসেবে নেমে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান।

ডাইভ দেওয়ার পর বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার
প্রথম আলো

বিসিবির একটি সূত্রে জানা গেছে, চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্যর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ওই চোট থেকে সেরে উঠতে এই বাঁহাতি ব্যাটসম্যানের প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে। প্রিমিয়ার লিগে তাঁর খেলার কথা ছিল প্রাইম ব্যাংকের হয়ে। সৌম্যর অনুপস্থিতি তাদের জন্যও বড় ধাক্কা। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে এ মুহূর্তে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ৫ নম্বরে।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজে সৌম্য নেই এমনিতেও। জাতীয় দলের পরবর্তী সীমিত ওভারের সিরিজ আগামী মে মাসের শুরুতে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ৩ মে। বিসিবির ওই সূত্র বলেছে, সৌম্যকে নিয়ে অনিশ্চয়তা আছে সেখানেও।

আরও পড়ুন

মাঝে বেশ কিছুদিন বাইরে থাকা সৌম্য জাতীয় দলে ফেরেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে। এরপর থেকে সীমিত ওভারের দুই সংস্করণেই খেলছেন নিয়মিত।