ক্যাপ্টেনস ডের মঞ্চে ‘ঘুমিয়ে পড়া’ নিয়ে যা বললেন বাভুমা
স্কুলে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়তে দেখা যায় অনেককে। এ জন্য শিক্ষকদের পিটুনি, নিদেনপক্ষে বকুনি খাওয়ার গল্পও আছে অনেক। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা যা করলেন, তা একটু অভিনবই বটে। বিশ্বকাপ শুরুর আগের দিন ক্যাপ্টেনস ডের মঞ্চে ক্যামেরার সামনেই ‘ঘুমিয়ে পড়তে’ দেখা গেল বাভুমাকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ হাস্যরস চলছে। বাভুমা নিজে অবশ্য ঘুমিয়ে পড়ার কথা অস্বীকার করেছেন। যদিও মঞ্চে তিনি সত্যি সত্যি ঘুমিয়ে থাকলে তার একটি ব্যাখ্যাও পাওয়া গেছে।
বিশ্বকাপ সামনে রেখে আজ ক্যাপ্টেন ডেতে এসেছিলেন ১০ অধিনায়ক। সে সময় উপস্থিত সাংবাদিক ও উপস্থাপকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অধিনায়কেরা। প্রশ্নোত্তরের একপর্যায়ে মাথা নিচু করে থাকতে দেখা যায় বাভুমাকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বাভুমার মাথা বাঁ পাশে হালকা কাত করা এবং তাঁর চোখ বন্ধ। এরপর এ ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় হাস্যরসের।
একজন লিখেছেন, ‘বাভুমার এমন অবস্থা হলো কেন? ক্যাপ্টেনস ডের মঞ্চেই ঘুমিয়ে পড়লেন।’ আরেকজন লিখেছেন, ‘সামাজিক অনুষ্ঠানে আমার অবস্থাও বাভুমার মতোও হয়ে যায়।’ পাকিস্তান ক্রিকেটের এক সমর্থক লিখেছেন, ‘(বাভুমা মনে মনে ভাবছেন) ঘুমিয়ে পড়ি। সবার প্রশ্ন তো শুধু ভারত-পাকিস্তান নিয়ে।’ কেউ কেউ বাভুমার ঘুমানোর ছবি দেখে মিস্টার বিনের ঘুমিয়ে পড়ার মজার ভিডিও পোস্ট করেছেন।
বাভুমা নিজে অবশ্য ঘুমিয়ে পড়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি ক্যামেরার অ্যাঙ্গেলকে দায় দেব। আমি ঘুমাচ্ছিলাম না।’ তবে বাভুমার ঘুমিয়ে পড়ার অন্য ব্যাখ্যাও পাওয়া গেছে। ভারতে আসার পর ব্যক্তিগত কারণে আবার দক্ষিণ আফ্রিকা ফিরতে হয়েছিল বাভুমাকে। কাজ সেরে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন এই ব্যাটসম্যান।
শুধু এটুকুই নয়, দক্ষিণ আফ্রিকা দল দিল্লিতে প্রথম ম্যাচের প্রস্তুতি নিলেও অধিনায়ককে ক্যাপ্টেনস ডের অনুষ্ঠানে যোগ দিতে উড়াল দিতে হয়েছে আহমেদাবাদে। মূলত অতিরিক্ত ভ্রমণের কারণে ক্লান্তিতে বাভুমা ঘুমিয়ে পড়েছেন বলে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমে। তবে বাভুমার অস্বীকার বা ব্যাখ্যাতেও অবশ্য থামছে না হাস্যরস।