জাতীয় দলের অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুনশামসুল হক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝমাঠে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বোলাররাও প্রস্তুত। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, সেটাকে বলা হয় ম্যাচের আবহের অনুশীলন। মেঘলা আবহাওয়ার কারণে অনুশীলনটা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়।

মেঘলা আবহাওয়ার কারণে অনুশীলনটা হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়
প্রথম আলো

এমন সময়ই দুর্ঘটনাটি ঘটল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলে উঠল। দৃশ্যটি দেখে চমকে ওঠেন ক্রিকেটাররা। মুশফিকরা ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে আসেন। দেড়-দুই মিনিটের মধ্যে সে আগুন এমনিতেই নিভে যায়। ক্রিকেটাররা সে দৃশ্যটা একসঙ্গে দাঁড়িয়ে দেখছিলেন। কিছুক্ষণ পর ক্রিকেটাররা আবার অনুশীলন শুরু করেন।

ফ্লাডলাইটের আগুনের দিকে চোখ তাসকিনদের
প্রথম আলো

বিসিবির গ্রাউন্ড বিভাগের ম্যানেজার আবদুল বাতেনকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘শর্টসার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ঠিক করার জন্য কাজ করছি। সার্কিট ঠিক করলে সমাধান হয়ে যাবে আশা করছি। ফ্লাডলাইট পাল্টাতে হবে না।’

স্টেডিয়ামে ডাকা হয় ফায়ার সার্ভিসও
প্রথম আলো

পরে স্টেডিয়ামে ফায়ার সার্ভিসকেও দেখা যায়। অবশ্য এ প্রতিবেদন লেখার সময় সে ফ্লাডলাইট জ্বালানো হয়েছে আবার।

বাংলাদেশ দলের এই এশিয়া কাপ প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট।

আরও পড়ুন