অমিতাভ-টেন্ডুলকারের পর বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ রজনীকান্তর

কিংবদন্তি অভিনেতা রজনীকান্তর হাতে ‘গোল্ডেন টিকিট’ তুলে দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহছবি : বিসিসিআই

ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ৭ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। শেষ ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ছিল দেশটি।

বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট নিয়ে উন্মাদনা পৌঁছে গেছে চরমে। স্বাগতিক ভারতের ম্যাচগুলোর টিকিট তো সোনার হরিণ হয়ে উঠেছে।

গত ২৫ আগস্ট টিকিট বিক্রি শুরু হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিশিয়াল টিকিট ক্রয়সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানের অ্যাপে ঢুকতে না পারার অভিযোগ এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পর যাঁরা ঢুকতে পেরেছেন, তাঁরাও দেখেছেন সব টিকিট শেষ!

তবে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের টিকিট পেতে যাতে কোনো সমস্যা নয়, সেটি নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। বিভিন্ন জগতের মহাতারকা, রথী-মহারথীদের বিনা মূল্যে ভিআইপি স্ট্যান্ডে বসে বিশ্বকাপের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ করে দিচ্ছে তারা। বিসিসিআই এই কর্মসূচির নাম দিয়েছে ‘গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস’।

এর আগে শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনকে গোল্ডেন টিকিট দিয়েছে বিসিসিআই
ছবি : টুইটার

বিশ্বকাপকে চিত্তাকর্ষক করে তোলার বিশেষ এই পদক্ষেপের শুরুতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে গোল্ডেন টিকিট দিয়েছিল বিসিসিআই। এবার রুপালি পর্দার আরেক মহাতারকা রজনীকান্তকেও দেওয়া হলো একই উপহার।

বিসিসিআই সচিব জয় শাহ ৭২ বছর বয়সী অভিনেতার হাতে আজ গোল্ডেন টিকিট তুলে দিয়েছেন। টিকিটের সঙ্গে বিশেষ অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হয়েছে তাঁকে। এর অর্থ হলো অমিতাভ, টেন্ডুলকারের সঙ্গে রজনীকান্তকেও ভিআইপি স্ট্যান্ডে দেখা যাবে। এ ছাড়া পাবেন বিশেষ সুযোগ-সুবিধাও।

আরও পড়ুন

রুপালি পর্দার মানুষ হলেও ক্রিকেটের প্রতি রজনীকান্তর রয়েছে আলাদা টান। ‘থালাইভা’খ্যাত তামিল সিনেমার এই বিখ্যাত অভিনেতা প্রায়ই খেলা দেখতে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যান। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ এই মাঠেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই খেলাসহ সব ম্যাচ যাতে নির্বিঘ্ন দেখতে পারেন, সেটা নিশ্চিত করতেই রজনীকান্তকে গোল্ডেন টিকিট দিল ভারতীয় বোর্ড।

ক্রিকেটের টানে প্রায়ই স্টেডিয়ামে যান রজনীকান্ত
ছবি : বিসিসিআই

রজনীকান্তকে বিশেষ উপহার দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিসিসিআই লিখেছে, ‘চলচ্চিত্রজগতের বাইরেও এক অনন্যসাধারণ ব্যক্তি! শ্রী রজনীকান্তর হাতে গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি চলচ্চিত্রের কারিশমা ও উজ্জ্বলতার সত্যিকারের মূর্ত প্রতীক। কিংবদন্তি এই অভিনেতা তাঁর কাজের মধ্য দিয়ে লাখ লাখ মানুষের হৃদয় জিতে নিয়েছেন। একই সঙ্গে ভাষা ও সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রজনীকান্ত আইসিসি বিশ্বকাপে আমাদের সম্মানিত অতিথি।’

আরও পড়ুন

অমিতাভ, টেন্ডুলকার, রজনীকান্তর মতো একনিষ্ঠ ক্রিকেটপ্রেমীর উপস্থিতি মাঠে ভারত দলকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বিসিসিআইয়ের। ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হতে হতে আরও কিছু বিশিষ্ট ব্যক্তিকে যে গোল্ডেন টিকিট দেবে ভারতীয় বোর্ড, তা বলার অপেক্ষা রাখে না।