স্টার্কের তোপের পর ডু প্লেসির ঝড়, দিল্লির কাছে পাত্তাই পেল না হায়দরাবাদ

৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্কছবি: রয়টার্স

আইপিএলে মিচেল স্টার্ক এক ইনিংসে ৪ উইকেট নিয়েছেন, এমন সব ম্যাচেই জিতেছে তাঁর দল। সেখানে আজ স্টার্কের শিকার আরেকটি বেশি—৩৫ রানে ৫ উইকেট, যা তাঁর আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংও।

বল হাতে স্টার্কের তোপের পর ব্যাট হাতে ঝড় তুলেছেন ফাফ ডু প্লেসি। তাতে দিল্লি ক্যাপিটালসের কাছে স্রেফ উড়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশাখাপত্তনমে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৮.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে গেছে হায়দরাবাদ। দিল্লি লক্ষ্য পেরিয়ে গেছে ৪ ওভার ও ৭ উইকেট বাকি রেখে।

নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে অক্ষর প্যাটেলের দিল্লি। আর প্রথমটি জয়ের পর টানা দুই হারে সাতে নেমে গেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ।

ঝোড়ো ফিফটি করেছেন ডু প্লেসি
ছবি: রয়টার্স

মারকাটারি ব্যাটিংয়ে তরুণ প্রজন্মের মন জিতে নিয়েছেন হায়দরাবাদ। কিন্তু এখন মনে হচ্ছে, টি–টোয়েন্টিকে টি–টেন বানাতে গিয়েই বিপদ ডেকে আনছে। প্রথম বল থেকেই অতিমাত্রায় আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলেছে হায়দরাবাদ। ফলে শেষ দিকে স্বীকৃত ব্যাটসম্যানের অভাব ভালোভাবেই টের পেয়েছে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে নিজেদের ইনিংসের শেষ ৩ ওভারে মাত্র একটি বাউন্ডারি মারতে পেরেছে হায়দরাবাদ। দিল্লির বিপক্ষে আজ স্টার্কের তোপ আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে ৮ বল বাকি থাকতেই অলআউট।

আরও পড়ুন

পাওয়ারপ্লেতে ৫৮ রান তুললেও ট্রাভিস হেডসহ ব্যাটিং অর্ডারের প্রথম চারজনকে হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। এর তিনটিই স্টার্কের শিকার।

সীমানার কাছে দারুণ এক ক্যাচ নেন জেইক ফ্রেজার–ম্যাগার্ক
ছবি: বিসিসিআই

এরপর পঞ্চম উইকেটে ৪২ বলে ৭৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেন তরুণ অনিকেত ভার্মা ও হাইনরিখ ক্লাসেন। কিন্তু ১১তম ওভারে মোহিত শর্মা এই জুটি ভাঙতেই মড়ক লাগে হায়দরাবাদের ইনিংসে। ৪৯ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। ৫ চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করেন অনিকেত।

রান তাড়ায় জেইক ফ্রেজার–ম্যাগার্ককে নিয়ে দিল্লিকে উড়ন্ত শুরু এনে দেন ফাফ ডু প্লেসি। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৮৩ রান। ৩টি করে চার ও ছক্কায় ডু প্লেসি ২৭ বলে ৫০ রান করে আউট হলে ভাঙে এ জুটি।

আরও পড়ুন

এরপর ম্যাগার্কও বেশিক্ষণ টিকতে পারেননি। ঝড়ের আভাস দিয়ে (৫ বলে ১৫) বোল্ড হয়েছেন লোকেশ রাহুল। তবে বাকি কাজ সহজেই সেরেছেন অভিষেক পোরেল ও ট্রিস্টান স্টাবস।

আইপিএলে ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরাও হয়েছেন স্টার্ক
ছবি: এএফপি

হায়দরাবাদের হয়ে তিন উইকেটই নিয়েছেন আইপিএলে অভিষিক্ত লেগ স্পিনার জিশান আনসারি।

সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দরাবাদ: ১৮.৪ ওভারে ১৬৩ অলআউট
(অনিকেত ৭৪, ক্লাসেন ৩২, হেড ২২; স্টার্ক ৫/৩৫, কুলদীপ ৩/২২, মোহিত ১/২৫)।

দিল্লি ক্যাপিটালস: ১৬ ওভারে ১৬৬/৩
(ডু প্লেসি ৫০, ম্যাগার্ক ৩৮, পোরেল ৩৪*, স্টাবস ২১*, আনসারি ৩/৪২)।

ফল: দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মিচেল স্টার্ক।