পাকিস্তানের নির্বাচক পদ ছাড়লেন ইউসুফ
দায়িত্ব নেওয়ার ছয় মাস পরই পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ ছেড়েছেন মোহাম্মদ ইউসুফ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইউসুফের পক্ষ থেকে পদত্যাগের খবর নিশ্চিত করা হয়েছে। নির্বাচক পদ ছাড়ার পেছনে ইউসুফ দেখিয়েছেন ‘ব্যক্তিগত কারণ’। আর পিসিবি বলেছে বোর্ডের সঙ্গে অন্য ভূমিকায় কাজ চালিয়ে যাবেন ইউসুফ।
২০১০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ইউসুফ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য হন মার্চে। মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সাত সদস্যের যে কমিটি করে দেন, সেটির সদস্য ছিলেন ইউসুফ। জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি ঘটলে নির্বাচক পদ থেকে ওয়াহাব রিয়াজকে সরিয়ে দেওয়া হয়েছিল।
ইউসুফের পদত্যাগ বিষয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচক কমিটির সদস্য হিসেবে মোহাম্মদ ইউসুফকে তাঁর অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে পিসিবি। ইউসুফ হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে পিসিবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা চালিয়ে যাবেন।’
৫০ বছর বয়সী ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি। এই অবিশ্বাস্য দলের জন্য কাজ করা আমার বিশেষ সুবিধা ছিল, পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সফলতায় অবদান রাখতে পেরে আমি গর্বিত।’
নির্বাচক কমিটির সদস্য হওয়ার আগে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ ছিলেন ইউসুফ। তিনি জাতীয় দলের নির্বাচক থাকা অবস্থায় গত ছয় মাসের মধ্যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। এর মধ্যে জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় বাবর আজমের দল, পরে দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে।
পাকিস্তানের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ শুরু হবে ৭ অক্টোবর মুলতানে।