সেঞ্চুরির পরও অশ্বিনকে স্ত্রীর অনুযোগ, ‘আমার সঙ্গে দেখা করোনি কেন?’

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট শেষে স্ত্রী প্রীতি নারায়ণানের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনবিসিসিআই

সেঞ্চুরি ও ৬ উইকেট—জন্মশহর চেন্নাইয়ে দুর্দান্ত একটি ম্যাচই কেটেছে রবিচন্দ্রন অশ্বিনের। অসাধারণ এই পারফর্ম করে বাংলাদেশের বিপক্ষে ভারতকে জেতানোর পর ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। এরপরও ম্যাচ শেষে স্ত্রীর অনুযোগ শুনতে হয়েছে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা এই অলরাউন্ডারকে।

ম্যাচটি যেহেতু অশ্বিনের ঘরের মাঠে ছিল, তাঁর পুরো পরিবারই প্রথম দিন থেকে গ্যালারিতে বসে খেলা দেখেছে। দুই মেয়েকে নিয়ে গ্যালারিতে ছিলেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণান। ম্যাচ শেষে অশ্বিনকে প্রীতি অনুযোগ দিয়েছেন টেস্টের প্রথম দিনে তাঁর সঙ্গে একবারও দেখা না করার জন্য।

চেন্নাই টেস্ট শেষে অশ্বিন আর তাঁর স্ত্রী প্রীতির আলাপচারিতার একটি ভিডিও বানিয়ে সেটা বিসিসিআই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। সেখানেই অশ্বিনের ওপর প্রীতির অনুযোগের বিষয়টি উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সেই ভিডিওতে অশ্বিন–প্রীতির আলাপচারিতার শুরুটা ছিল এ রকম, ‘মেয়েরা জানতে চায় যে কন্যা দিবসে তুমি তাদের কী উপহার দেবে?’ উত্তরে অশ্বিন বলেছেন, ‘আমার ৫ উইকেট পাওয়া স্মারক বলটি উপহার দেব।’ এ সময় এক মেয়ে বলে ওঠে, ‘না, আমি এটা চাই না।’

ভিডিওতে অশ্বিনকে কোনো একজনের প্রশ্নের উত্তরে বলতে শোনা যায়, ‘সে (প্রীতি) অনুযোগ দিয়ে যাচ্ছে, আমি ম্যাচের প্রথম দিন তাঁর সঙ্গে দেখা করিনি। আমি যখন খেলি, তার মাঝে পরিবারের দেখাশোনা করাটা আমার জন্য কঠিন।’ অশ্বিন এরপর যোগ করেন, ‘তবে ম্যাচ চলার সময় এটা আমার মনে থাকে। কারণ, মেয়েরা আমাকে প্রশ্ন করে—তুমি কেন আমাদের হাই বলোনি।’

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে সেঞ্চুরি করবেন—এমনটা ভাবতেই পারেননি অশ্বিন
এএফপি

ভিডিওর একপর্যায়ে প্রীতি অশ্বিনকে প্রশ্ন করেন—ঘরের মাঠে নিজের সমর্থকদের সামনে পারফর্ম করার পর তাঁর অনুভূতি কেমন? উত্তরে অশ্বিন বলেন, ‘কীভাবে এর প্রতিক্রিয়া জানাতে হয়, সেটা আমি বুঝতে পারছি না। কারণ, প্রথম দিনে যা হয়েছে, সেটা খুব দ্রুতই হয়ে গেছে। আমি এখানে ব্যাট করব এবং সেঞ্চুরি করব বলে ভাবিনি। এটা দারুণ অনুভূতি। এখানে যখনই খেলি, আমার কাছে বিশেষ মনে হয়। আমি জানি না, এই মাঠে এমন কোনো শক্তি আছে কি না, যেটা আমাকে চালিত করে।’