২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বকাপে যাওয়ার আগে শেরেবাংলায় তাঁরা…

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু পরিবর্তিত পর পরিস্থিতিতে আইসিসি সেটি সরিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে। পরশু সেই বিশ্বকাপ খেলতে আমিরাতের বিমান ধরবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও ফটো সেশন। সেখানে ছিলেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকও...

১ / ৯
হাসছেন বাংলাদেশ নারী দলের শ্রীলঙ্কান কোচ হাশান তিলকারত্নে, হাসছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। কারণটা কী কে জানে!
শামসুল হক
২ / ৯
দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর এমন গ্রুপ ছবি হবে না, তাই হয় নাকি। সেই ছবি তুলতেই মাঠে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।
শামসুল হক
৩ / ৯
আনুষ্ঠানিক গ্রুপ ছবি। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একসঙ্গে
শামসুল হক
৪ / ৯
সেই ছবি তোলার ফাঁকে ফটোগ্রাফারের সঙ্গে একটু মজাও করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা
শামসুল হক
৫ / ৯
‘পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে’—সাংবাদিকদের সঙ্গে দেখা হলে তো কথা বলতেই হবে, পেসার জাহানারা আলমকেও বলতে হলো
শামসুল হক
৬ / ৯
সংবাদ সম্মেলন আর ফটো সেশনের মাঝে সতীর্থ মারুফা আক্তারের সঙ্গে একটু মজা করে নিলেন অধিনায়ক নিগার সুলতানা
শামসুল হক
৭ / ৯
মুর্শিদা খাতুন ও জাহানারা আলম ছবি তুলবেন এক সঙ্গে, ক্যামেরাম্যান হবেন কে—এগিয়ে এলেন স্বর্ণা আক্তার
শামসুল হক
৮ / ৯
জাহানারা আলমের চুল ঠিক করে দিচ্ছেন দিশা বিশ্বাস
শামসুল হক
৯ / ৯
বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলছেন, মনোযোগী শ্রোতা ক্রিকেটাররা
শামসুল হক