অসদাচরণের দায়ে মিরাজের শাস্তি
মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট খেলে প্রিমিয়ার লিগ খেলতে গেছেন মেহেদী হাসান মিরাজ। অবশ্য প্রিমিয়ার লিগ হলেই কি! মেজাজ হারিয়ে ফেললে তো সবই এক!
আজ বিকেএসপিতে এই মেজাজ হারানোরই শাস্তি পেলেন জাতীয় দলের ক্রিকেটার মিরাজ। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে অসদাচরণ করেছেন আম্পায়ারের সঙ্গে। লেভেল–১ পর্যায়ের এই অপরাধের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
প্রিমিয়ার লিগে মিরাজ খেলছেন তারকাসমৃদ্ধ মোহামেডানের হয়ে। বিকেএসপিতে আজ ছিল তাদের সিটি ক্লাবের বিপক্ষ ম্যাচ। সিটি ক্লাবের আসিফ হাসানের করা ১৪তম ওভারের শেষ বলটি মিরাজের প্যাডে লাগতেই সিটি ক্লাব ফিল্ডারদের এলবিডব্লুর জোরালো আবেদন। আম্পায়ার সে আবেদনে সাড়া দিলে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন মিরাজ। সে অসন্তোষ পরে ছড়িয়েছে ড্রেসিংরুমে।
ডাগআউটে ফিরে আউটের ভিডিও দেখেন মিরাজ। দেখে তাঁর মনে হয়েছে ওটা আউট হতেই পারে না। বিকেএসিপর খোলা মাঠে চতুর্থ আম্পায়ার অমিত মজুমদার কাছেই ছিলেন। তাঁকে ডেকে সেই ভিডিও দেখিয়ে মিরাজ বিস্ময় নিয়ে জানতে চান, এটা আউট কিভাবে হয়!
কিন্তু ম্যাচ কর্মকর্তাদের মনে হয়েছে, ওটা আউট তো বটেই, মিরাজের এমন আচরণও অনভিপ্রেত, যা মোটেও খেলোয়াড়সুলভ নয়। তাঁর এই আচরণকে লেভেল–১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করে এ ধরণের অপরাধের সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে মিরাজকে। খেলা শেষে ম্যাচ রেফারি রেফারি আখতার আহমেদ ১০ হাজার টাকা জরিমানা করেন তাঁকে।
মিরাজ ব্যাট হাতে রান না পেলেও প্রথম পাঁচ ম্যাচে জয় না পাওয়া মোহামেডান এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল। অধিনায়ক ইমরুল কায়সের সেঞ্চুরি ও মাহমুদউল্লাহর ৭১ রানের ইনিংসের সৌজন্যে মোহামেডান বড় সংগ্রহই পেয়েছিল তারা, আগে ব্যাট করে করেছিল ৩৪৮ রান।
সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস, ৩৬ রানে নিয়েছেন ১ উইকেট। মিরাজও ১ উইকেট নিয়েছেন ১০ ওভারে ২৯ রান দিয়ে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৭ রান করে থামে সিটি ক্লাবের ইনিংস। মোহামেডান জিতেছে ১০১ রানের বড় ব্যবধানে।