শারজায় ক্রিকেট স্টেডিয়ামে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটা হয়েছে তাসমান সাগরপারের দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। তবে প্রসঙ্গক্রমে তাতে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের নাম। এবারের বিশ্বকাপে এই ৪ দল যে একই গ্রুপে পড়েছে।
আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে হারিয়ে টানা নবমবারের মতো সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছিল অ্যালিসা হিলির দল। জবাবে মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে গেছে কিউই মেয়েরা।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বড় ব্যবধানের এ জয়ে লাভ হয়েছে পাকিস্তানের। ভারতের ক্ষতি না হলেও নেট রান রেটে পিছিয়ে থাকার দুশ্চিন্তা রয়েই গেছে। ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে আসা অস্ট্রেলিয়া পাকিস্তানকে তুলে এনেছে দুইয়ে। শীর্ষস্থান থেকে নিউজিল্যান্ড নেমে গেছে তিনে। আর ভারত ও শ্রীলঙ্কা আটকে আছে চারে ও পাঁচে।
‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকা
‘এ’ ও ‘বি’—দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলবে। ‘এ’ গ্রুপের পাঁচটি দলই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ২ ম্যাচে ২ জয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। ২ ম্যাচে ১টি করে জয় পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার নিরিখে পাকিস্তান দুইয়ে, নিউজিল্যান্ড তিনে আর ভারত চারে রয়েছে। কোনো ম্যাচ জিততে না পারা শ্রীলঙ্কা আছে তলানিতে।
আগামীকাল দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। নেট রান রেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপে টিকে থাকতে হলে লঙ্কানদের হারাতেই হবে হারপ্রীত কৌর–স্মৃতি মান্ধানাদের। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ভারতই শ্রীলঙ্কার বিপক্ষে স্পষ্ট ফেবারিট। কিন্তু গত এশিয়া কাপ ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হেরে গিয়েছিল ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে চামারি আতাপাত্তুর দলকেও এ ম্যাচে জিততেই হবে। নেট রান রেটের হিসাব থাকায় হারপ্রীতদের জন্য তাই লড়াইটা সহজ হবে না।
টি–টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ তিন আসরেই ন্যূনতম সেমিফাইনালে খেলেছে ভারত। তবে এবার নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের হারে গ্রুপ পর্বের বাধা টপকানোই দলটির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া নারী দল: ২০ ওভারে ১৪৮/৮
(মুনি ৪০, পেরি ৩০, হিলি ২৬; কের ৪/২৬, হাল্লিডে ২/১৬, মেইর ২/২২)।
নিউজিল্যান্ড নারী দল: ১৯.২ ওভারে ৮৮ অলআউট
(কের ২৯, বেটস ২০, তাহুহু ১১; শুট ৩/৩, সাদারল্যান্ড ৩/২১, মোলিনি ২/১৫)।
ফল: অস্ট্রেলিয়া নারী দল ৬০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: মেগান শুট।