খেলোয়াড়দের ছেলেমানুষিসুলভ ‘বিপদ’ এড়াতে মায়েদের চেয়েছেন স্টয়নিস
ক্রিকেটাররা সফরে গেলে মায়েদেরও সঙ্গে নিয়ে যেতে বলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ছেলেরা যেহেতু সফরে থাকাকালে ছেলেমানুষিসুলভ অনেক কাজ করে বসে, তাই মা থাকলে শাসনের মধ্যেও থাকবে—এমনটাই মন্তব্য স্টয়নিসের।
স্টয়নিস কথাটা বলেছেন গ্লেন ম্যাক্সওয়েল চোট পাওয়ার পর। বিশ্বকাপ খেলতে এসে দুই ম্যাচের বিরতিতে ছুটি পেয়ে গলফ কোর্সে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ম্যাক্সওয়েল। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তাঁর খেলা হচ্ছে না। আজ আহমেদাবাদে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ম্যাক্সওয়েল প্রসঙ্গে বলতে গিয়ে মজার ছলে সফরে মায়েদের যুক্ত করার আলাপ তোলেন স্টয়নিস।
পেশাদার ক্রিকেটার হোক বা যেটাই হোক, ছেলেদের মধ্যে ছেলেমানুষি আচরণ থাকবেই, এমনটা বোঝাতে স্টয়নিস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘(ম্যাক্সওয়েলের চোট) এটা দুর্ভাগ্যজনক ব্যাপারগুলোর একটি। দুর্ভাগ্যজনকভাবে ছেলেদের সঙ্গে ছেলেমানুষিসুলভ ব্যাপারগুলো একটা পর্যায় পর্যন্ত ঘটবেই।’
ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড়দের দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য মায়েদেরও সফরে যুক্ত করা উচিত—হাসতে হাসতে এমনটাই বলেছেন স্টয়নিস, ‘এটা অনেকটা এ রকম যে সফরে গেলে আপনার মাকে দরকার। যিনি বলবেন, “এই...এটা কোরো না, ওটা কোরো না”।’
ক্রিকেট–বিশ্বে প্রায়ই খেলোয়াড়দের ভিন্নধর্মী দুর্ঘটনায় পড়ার খবর আসে। এ নিয়ে স্টয়নিস বলেন, ‘বৃহত্তর ক্রিকেটের পরিমণ্ডলে কয়েকটি চোটের ঘটনা দেখা গেছে। কিন্তু আমরা যখন লম্বা সময়ের জন্য বাড়ির বাইরে থাকি, তখন এমন কিছুও করি যেটা ঝুঁকিপূর্ণ হবে না বলে ভাবি। এখানে আসলে হিসাবটা কীভাবে করবেন? আপনি একটা কিছু করা বন্ধ করে দিলেন, তারপর? আমি জানি না।’
অস্ট্রেলিয়ার পরের ম্যাচ শনিবার ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাক্সওয়েলের পাশাপাশি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরে যাওয়া মিচেল মার্শকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া।