২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জামালের মাইলফলকের পর পাকিস্তানের সতর্ক ব্যাটিং

ইমাম উল হক অপরাজিত আছেন ৩৮ রানেএএফপি

ডেভিড ওয়ার্নারের গড়ে দেওয়া শক্ত ভিত কাজে লাগিয়েছেন মিচেল মার্শ আর পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে ফেলতে দেননি আমের জামাল। পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া–পাকিস্তান প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি কেটেছে এমনই তাল মেলানো লড়াইয়ে।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট করার পর পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ১৩২ রানে। ইমাম–উল–হক অপরাজিত ৩৮ রানে, সঙ্গে খুররম শাহজাদ ৭ রানে। অস্ট্রেলিয়ার চেয়ে ৩৫৫ রানে পিছিয়ে পাকিস্তান।

প্রথম দিন ৫ উইকেটে ৩৪৬ রান তোলা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন ব্যাট করেছে ২৯.২ ওভার। এ সময়ের মধ্যে যোগ হওয়া ১৪১ রানের ৭৫–ই মার্শের। ছয়ে নামা এই ডানহাতি প্রথম সেশনের বিরতিতে যান চতুর্থ শতকের হাতছানি নিয়ে। তবে দ্বিতীয় সেশনের শুরুতে শাহজাদের প্রথম বলে সরাসরি বোল্ড হন। ১০৭ বলের ইনিংসটিতে ছিল ১৫ চার ও ১ ছয়। মার্শকে ছোট ছোট জুটিতে সঙ্গ দিয়ে যান অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্করা।

পার্থে দ্বিতীয় দিনে বড় ছবি অবশ্য আমের জামালের উল্লাস। অভিষিক্ত এই পেসার প্রথম দিনের ২ উইকেটের সঙ্গে আজ নেন আরও ৪টি। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান নাথান লায়নকে আগা সালমানের ক্যাচ বানিয়ে স্পর্শ করেন অনন্য এক মাইলফলক।

অভিষেকে ৬ উইকেট নিয়েছেন পাকিস্তান পেসার আমের জামাল
এক্স/পিসিবি

জামালের ১১১ রানে ৬ উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো বোলারের অভিষেকে তৃতীয় সেরা। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলী (১৯৬৭ সালে ৬/৫৫)। পাকিস্তানি বোলারদের মধ্যে অভিষেকে ৫ বা এর বেশি উইকেট নেওয়ায় জামাল ১৪তম। আর জামালের এই কৃতিত্বের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫০০–এর আগেই থামিয়ে দেয় পাকিস্তান।

আরও পড়ুন

১১৩.২ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নামা পাকিস্তানের দুই ওপেনার শুরু থেকে ছিলেন খুব সতর্ক। রান যেমন উঠুক, আবদুল্লাহ শফিক ও ইমামের মূল দৃষ্টি ছিল উইকেটে টিকে থাকার দিকে। চা–বিরতিতে যাওয়ার আগে দুজনে মিলে ২০ ওভারে তোলেন মাত্র ৪৩ রান।

তৃতীয় সেশনেও ধরে রাখেন সেই ধারা। তবে একপর্যায়ে ধৈর্যহারা হয়ে লায়নকে উইকেট বিলিয়ে দেন শফিক। সামনে এগিয়ে এসে খেলতে গেলে বল তাঁর ব্যাট হয়ে শর্ট লেগে ওয়ার্নারের হাতে চলে যায়। ১২১ বলে ৪২ রান করা শফিকের আউটে থামে ৩৬.২ ওভার স্থায়ী ৭৪ রানের উদ্বোধনী জুটি।

শান মাসুদের ইনিংসটা লম্বা হয়নি
এএফপি

তবে তিনে নেমে অধিনায়ক শান মাসুদ হাত গুটিয়ে থাকেননি। জশ হ্যাজলউডের এক ওভারে তিনটিসহ ৪৩ বলের ইনিংসে মারেন ৫টি চার। মাসুদের ৩০ রানের ইনিংসটি থামে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। যদিও আম্পায়ার তাঁকে আউট না দেওয়ার পর রিভিউতে সেটি আদায় করে নেয় অস্ট্রেলিয়া। শেষবেলায় নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামেন খুররম শাহজাদ। দিনের শেষ ২১ বলের ১৮টি খেলে ৭ রানে অপরাজিত এই ডানহাতি বোলার। ইমাম ৩৮ রানে অপরাজিত ১৩৬ বল খেলে।

দিনশেষে হাসিমুখে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা
এএফপি

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ১১৩.২ ওভারে ৪৮৭ (ওয়ার্নার ১৬৪, মার্শ ৯০, খাজা ৪১, হেড ৪০, ক্যারি ৩৪; জামাল ৬/১১১, শাহজাদ ২/৮৩)।

পাকিস্তান: ১ম ইনিংসে ৫৩ ওভারে ১৩২/২ (শফিক ৪২, ইমাম ৩৮*, মাসুদ ৩০; স্টার্ক ১/২৪, লায়ন ১/৪০)।