সারা দিনে দক্ষিণ আফ্রিকার ২২০ রান

কিউই বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যানরাএএফপি

মাউন্ট মঙ্গানুই টেস্টে ৪ দিনেই হেরেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ছিটেফোঁটা প্রতিরোধ গড়তে না পারলেও ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক নিল ব্র্যান্ড নিজেদের পারফরম্যান্সে খুব বেশি অখুশি ছিলেন না। তিনি বলেছিলেন, পুরো টেস্টে ৬৫ শতাংশ সময় ক্রিকেটাররা ভালো খেলেছেন। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে ব্র্যান্ড কী বলবেন? তাঁর দল কতটা প্রতিরোধ গড়তে পেরেছে?

হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২২০ রান। একেবারে প্রথাগত টেস্ট ক্রিকেটই খেলেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে না পারলেও কিউই বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তাঁরা।

আজ দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার-মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও প্রথম দিনে দলকে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। ৬২ ওভারে ১৫০ রানে ৬ উইকেট খোয়ানোর পর হয়তো নিউজিল্যান্ডের ওপেনাররা ব্যাটিংয়ে নামার জন্য মানসিক প্রস্তুতিও নিচ্ছিলেন।

প্রথম ইনিংসে কত রান করতে পারে দক্ষিণ আফ্রিকা?
এএফপি

তবে ৩৭ বছর বয়সী অভিষিক্ত শন ফন বার্গ ও রুয়ান ডি সোয়ার্টের ১৬২ বলে ৭০ রানের জুটিতে তাঁদের আর আজ ব্যাটিংয়ে নামতে হয়নি। সোয়ার্ট ৫৫ ও ফন বার্গ ৩৪ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

আরও পড়ুন

এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাট হেনরির বলে আউট হন ক্লাইড ফরটুইন। এরপর অধিনায়ক নিল ব্র্যান্ড তিন নম্বরে নামা রেনার্ড ফন টন্ডারকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ২৫ রানে উইল ও’রুর্কের বলে এলবিডব্লু হন প্রোটিয়া অধিনায়ক।

আজ টেস্ট অভিষেক হয়েছে ও’রুর্কের
এএফপি

অভিষিক্ত ও’রুর্কের এটিই প্রথম টেস্ট উইকেট। দলীয় ৬৩ রানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান ফন টন্ডার। তাঁকে নিজের পুরোনো কৌশল বাউন্সারের ফাঁদে ফেলেন নিল ওয়াগনার। পেসাররা শুরুটা করলেও এরপর দাপট দেখান কিউই স্পিনার রাচিন রবীন্দ্র। আউট করেন জুবায়ের হামজা, ডেভিড বেডিংহাম, কিগান পিটারসেনকে। তাতে মূল এই দক্ষিণ আফ্রিকা দলের বড় সংগ্রহ পাওয়ার সব সম্ভাবনাই শেষ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৮৯ ওভারে ২২০/৬ ( সোয়ার্ট ৫৫*, ফন বার্গ ৩৪*, বেডিংহাম ৩৯, ফন টন্ডার ৩২, ব্র্যান্ড ২৫, হামজা ২০; রবীন্দ্র ৩/৩৩, ওয়াগনার ১/৩২, হেনরি ১/৪৪, ও’রুর্ক ১/৪৭)

আরও পড়ুন