আইপিএলে যে রেকর্ড শুধু ওয়ার্নারের

আইপিএলে এখন পর্যন্ত ১৪ আসরে খেলেছেন ডেভিড ওয়ার্নারছবি: আইপিএল

বড্ড অসময়ে মৌসুমের সর্বোচ্চ রানের ইনিংসটি খেললেন ডেভিড ওয়ার্নার। আগেই লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। সেই ম্যাচে চেন্নাইয়ের ২২৩ রান তাড়া করতে নেমে ওয়ার্নার খেলেন ৫৮ বলে ৮৬ রানের ইনিংস। এবারের আসরে তাঁর সর্বোচ্চ।

অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচটিতে দিল্লি শেষ পর্যন্ত জিততে পারেনি। যদিও উপকার বিশেষ হতো না। তবে ৮৬ রানের ইনিংস খেলার মাধ্যমে অনন্য এক কীর্তি গড়েছেন ওয়ার্নার। এবারের আইপিএলে বাঁহাতি এই ব্যাটসম্যানের রানসংখ্যা দাঁড়িয়েছে ৫১৬। আইপিএলের এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন এ নিয়ে সপ্তমবার।

বিদেশি তো বটেই, ভারতীয় ব্যাটসম্যানদেরও আর কারও এমন কীর্তি নেই। আইপিএল ইতিহাসে ছয় হাজারের বেশি রান করা বিরাট কোহলি, শিখর ধাওয়ান বা রোহিত শর্মাও নয়।

এবারের মৌসুমে নিজের শেষ ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলেন ওয়ার্নার
ছবি: আইপিএল

এবারসহ আইপিএলের ১৪টি আসরে খেলেছেন ওয়ার্নার। এর মধ্যে ৫০০–এর বেশি রান করেছেন যথাক্রমে ২০১৪ (৫২৮ রান), ২০১৫ (৫৬২ রান, আসরের সর্বোচ্চ), ২০১৬ (৮৪৮ রান), ২০১৭ (৬৪১ রান, আসরের সর্বোচ্চ), ২০১৯ (৬৯২ রান, আসরের সর্বোচ্চ), ২০২০ (৫৪৮ রান) ও ২০২৩ সালে (৫১৬ রান)।

আরও পড়ুন

সব মিলিয়ে ১৭৬ ইনিংসে ৪১.৫৩ গড় তুলেছেন ৬ হাজার ৩৯৭ রান। ১৩৯.৯১ স্ট্রাইকে আইপিএল সর্বোচ্চ ৬১ ফিফটির সঙ্গে সেঞ্চুরি করেছেন ৪টি।

আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি
ছবি: আইপিএল

আইপিএলে সবচেয়ে বেশি ৭ হাজার ২৬৩ রানের মালিক কোহলি ৫০০–এর বেশি রান করেছেন ৬টি আসরে। এবারসহ আসরগুলো হচ্ছে ২০১১ (৫৫৭ রান), ২০১৩ (৬৩৪ রান), ২০১৫ (৫০৫ রান), ২০১৬ (৯৭৩ রান, আসরের সর্বোচ্চ), ২০১৮ (৫৩০ রান) এবং ২০২৩ সালে (৬৩৯ রান)।

আরও পড়ুন

তৃতীয় সর্বোচ্চ ৫ মৌসুমে ৫০০–এর বেশি রান তুলেছেন যৌথভাবে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। এবার পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া ধাওয়ান ৫০০-এর ঘর পেরিয়েছেন যথাক্রমে ২০১২ (৫৬৯ রান), ২০১৬ (৫০১ রান), ২০১৯ (৫২১ রান), ২০২০ (৬১৮ রান) ও ২০২১ সালে (৫৮৭ রান)।

আর চোটের কারণে চলতি বছরের বেশির ভাগ মিস করা রাহুল ৫০০ পার করেন ২০১৮ (৬৫৯ রান), ২০১৯ (৫৯৩ রান), ২০২০ (৬৭০ রান, আসরের সর্বোচ্চ), ২০২১ (৬২৬ রান) ও ২০২২ সালে (৬১৬ রান)।

আরও পড়ুন